শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ০৬:৩০ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৮, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার-তালেবান যুদ্ধবিরতির সময় বোমা হামলায় নিহত ৪৬

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক দিনের ব্যবধানে পরপর দুইটি বোমা হামলা ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার ও তালেবানের যুদ্ধবিরতির আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

রোববার নানগারহার প্রদেশে গভর্নরের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

এর মাত্র কয়েকঘণ্টা আগে শনিবার নগরীর অন্য একটি জায়গায় গাড়ি বোমা হামলায় ৩৬ জন নিহত হয়। ওই হামলায় হতাহতদের বেশিরভাগই আফগান সেনা বাহিনী এবং তালেবান যোদ্ধা। ইসলামিক স্টেট (আইএস) শনিবারের হামলার দায় স্বীকার করেছে।

ঈদুল ফিতর উপলক্ষ্যে তালেবান ঘোষিত তিন দিনের যুদ্ধ বিরতিতে দলটির যোদ্ধারা শহরে আসেন এবং সেনাদের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তাদের শুভেচ্ছা বিনিময়ের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

যা আফগান সরকার ও জনগণকে দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতি অবসানের পথ খুলে যাওয়ার বিষয়ে আশাবাদী করে তুলেছিল। স্থানীয় বাসিন্দারা ফুল ও মিষ্টি দিয়ে যোদ্ধাদের বরণ করে নিয়েছিলেন।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান নেতাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, যা রোববার মধ্যরাতে শেষ হওয়ার কথা।

কিন্তু হামলার পর তালেবান নেতারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়ে বলেন, তাদের যোদ্ধারা রোববার রাতের মধ্যে সরকার নিয়ন্ত্রিত এলাকা ত্যাগ করবে।

সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়