শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ০৬:২২ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৮, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় মাদক ব্যবসায়ী দু’গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১

আরএইচ রফিক,বগুড়া: এবার বগুড়ায় মাদক ব্যবসায়ীদের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে রেজাউল করিম ওরফে ডিপজল(৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গুলি বিদ্ধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধারের খবর জানিয়েছে জেলা পুলিশ ।

ঘটনাটি ঘটেছে ঈদের আগের দিন (বৃহস্পতিবার) রাতে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন রাস্তায় এলাকায় । নিহত রেজাউল করিম ওরফে ডিপজল শহরের মালগ্রাম উত্তর পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল মান্নানের পুত্র ।

বগুড়া জেলা পুলিশের এক ওয়েভ সাইটে উল্লেখ করা হয় যে, গত বৃহস্পতিবার দিবাগত আনুমানিক রাত দুইটার দিকে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস এলাকায় গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী ও সদর থানার অফিসার ইনচার্জ (সার্বিক)এসএম বদিউজ্জামান এর নেতৃত্বে বগুড়া সদর পুলিশের কয়েকটি টহল টিম দ্রুত সেখানে যায়।

ওয়েভসাইটে পুলিশ উল্লেখ করে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে সেখানে পড়ে থাকতে দেখে । পরে তারা তাকে দ্রুত উদ্ধার করে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওয়েভ সাইটে আরো উল্লেখ করা হয় , হাসপাতালে নেয়ার পর নিহতের পকেটে থাকা আইডি কার্ড দেখে তাকে মাদক ব্যবসায়ী ডিপজল হিসেবে সনাক্ত করে পুলিশ।

পুলিশের দাবি,এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ,তিন রাউন্ড গুলি এবং ৪শত পিস ইয়াবা উদ্ধার করেছে তারা। নিহতের তার বিরুদ্ধে সদর থানায় মাদক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনে মোট ১০ টি মামলা রয়েছে ।

এছাড়াও ২০১৭ সালের ৮ মার্চ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে কর্তব্যরত অবস্থায় সে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছিল এমন দাবী সহ আরো উল্লেখ করা হয় যে, নিহত ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের ভিতর সে অন্যতম এবং এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত ছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়