শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ০৪:০৯ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৮, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেলফি নিয়ে কথা কাটাকাটি, পরে হত্যা : আটক ১

নিজস্ব প্রতিবেদক : সেলফি তোলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা, চেয়ারম্যান আটক কক্সবাজারে সেল্ফি তোলা নিয়ে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনকে আটক করে পুলিশ। এ নিয়ে কক্সবাজারের খুরুশকূলে চরম উত্তেজনা বিরাজ করছে।

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশা জানিয়েছেন, আজ বিকেলে খুরুশকূর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ফুপাতো ভাই মো. শফিক মোটরসাইকেলে করে তেতেইয়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় জালাল উদ্দিন বন্ধুদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে সেল্ফি তুলছিলেন। জালালের তোলা সেল্ফিতে মোটরসাইকেল আরোহী শফিকের স্বস্ত্রীক ছবি উঠে যায়। পরিবর্তন.কম

এ নিয়ে শফিক ও জালালের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে শফিকের মামাতো ভাই খুরুশকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। চেয়ারম্যানের লোকজন ঘটনাস্থলে সেলফি তোলা জালালের ভাই খুরুশকূল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবছার কামালকে বেধড়ক পেটাতে থাকে।

একপর্যায়ে তারা আবছার কামালকে রাস্তার উপর কয়েক দফা আছাড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে চেয়ারম্যান ও তার লোকজন পালিয়ে যায়।

স্বজনরা আবছার কামালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি তামজিদ পাশা।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার জানিয়েছেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় খুরুশকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়