শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৮ জুন, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ১৮ জুন, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেডিকেল চেকআপ করে গর্ভপাত ঘটানো আধুনিক নাৎসিবাদ

নূর মাজিদ: মাতৃগর্ভে থাকা অবস্থায় অপরিণত ভ্রনের স্বাস্থ্য পরীক্ষা করে আংশিক অপরিণত ভ্রুন বা শিশুর গর্ভপাত গনহত্যার মতোই অপরাধ। এমনকি এমন কাজকে নাৎসিদের আদর্শের সঙ্গে তুলনা করেছেন পোপ ফ্রান্সিস। শনিবার ইতালির ফ্যামিলি এ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

এসময় তিনি বলেন, "শিশুরা হলো করুণাময় ঈশ্বরের দেয়া সবচাইতে বড় উপহার। ঈশ্বর তাদের যেভাবে তৈরি করেছেন তাতে যদি তাদের গর্ভাবস্থায় কিছু শারীরিক ত্রুটিও থাকে তবু তাদের পৃথিবীতে স্বাগত জানানো উচিৎ। কিন্তু, আধুনিক সময়ে আমরা জন্মের আগেই স্বাস্থ্য পরীক্ষা করে গর্ভপাত ঘটিয়ে অনেক শিশুকে হত্যা করছি। এটা স্রেফ নাৎসিবাদি মাসিকতার আধুনিক প্রতিফলন। এভাবে একদিন হিটলারের জার্মানিও ত্রুটি-বিচ্যুতি বিহীন জার্মান জাতি তৈরির স্বপ্ন দেখেছিলো। এমন সমাজে দুর্বলের কোন স্থান নেই।

নাৎসিবাদের সঙ্গে  গর্ভপাতের এমন উদাহরণ টেনে তিনি আরো বলেন, এই ধরণের সিদ্ধান্তের শুরুতেই একটি বড় অন্যায় করা হয়। আমরা একবারও চিন্তা করিনা আমরা শিশুদের হত্যা করতে যাচ্ছি।  পবিত্র ও অমলিন একটি জীবনকে এভাবে ধ্বংস করবার আমাদের কি অধিকার রয়েছে! গত শতাব্দীতে যখন নাৎসিরা এমন শুদ্ধি অভিযান চালিয়েছিলো তখন সারা বিশ্ব তাদের নিন্দা করেছে। কিন্তু আজ আমরা আমাদের সাদা আস্তিনের আড়ালে আমাদের জঘন্য গনহত্যার ইতিহাস রচনা করছি।

এদিকে ফ্রান্সিসের জন্মভূমি আর্জেন্টিনা বৃহস্পতিবার গর্ভপাত বৈধ করে একটি আইন পাস করেছে। গত মাসে ইউরোপের আরেক ক্যাথলিক দেশ আয়ারল্যান্ড এক গণভোটের পর গর্ভপাতের উপর থেকে জাতীয় নিষেধাজ্ঞা তুলে নেয়। ইয়ন/ রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়