শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ জুন, ২০১৮, ০৩:১৯ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৮, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

হ্যাপী আক্তার : ঈদকে কেন্দ্র করে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়ে মুখর অন্যান্য বছরগুলোর মতই। পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে জড়ো হন নানা বয়সী মানুষ। একইভাবে জমে ওঠে রাজশাহীর পদ্মার পাড় এবং খুলনার অন্যতম বিনোদন কেন্দ্র রূপসা সেতু এলাকা।

চট্টগ্রাম: ঈদের দিনে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে জমে ওঠে আনন্দ প্রিয় মানুষের ভিড়। উৎসবের আনন্দ উপভোগ করতে সমুদ্রের কাছাকাছি ছুটে আসেন তারা। সৈকতে নেমে জলকেলিতে মেতে ওঠে শিশু-কিশোররা। স্পিডবোটে দাপিয়ে উপভোগ করছেন নির্মল আনন্দ। দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী।

রাজশাহী: রাজশাহীর বড় কুটির পদ্মার পাড়ে জড়ো হন হাজারো মানুষ। ঈদের বিকেলটা পরিবার ও বন্ধু-স্বজনদের সাথে নিয়ে পদ্মা নদীর পাড়ে হাজির হন তারা। আবহাওয়া ভালো থাকায় দূরদূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। এ সময় ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তারা। পদ্মারপাড় ছাড়াও শহরের অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।

খুলনার রূপসা ব্রিজকে কেন্দ্র করে ঢল নামে বিনোদন প্রিয় মানুষের। তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রূপসা নদীর পাড়। এ সময় অবকাঠামো নির্মাণের মধ্যদিয়ে রূপসা ব্রিজ এলাকায় বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান তারা। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়