শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ জুন, ২০১৮, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৮, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়েস-মুড়িতেই সাঈদী-বাবরের ঈদ!

নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঈদ কেটেছে গাজীপুরের কাশিমপুর কারাগারে। শনিবার সকালে অন্য কারাবন্দিদের সঙ্গে পায়েস ও মুড়ি দিয়ে নাস্তা করেছেন তারা। দুপুরে সাদা ভাত, ডিম, আলুর দম, রুই মাছ ভাজা এবং রাতে মাংস-পোলাও, সালাদ, মিষ্টি, পান-সুপারি ও কোমল পানীয় দেওয়া হয়েছে তাদের।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চট্রগামের ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি রয়েছেন। জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। তিনিও একই কারাগারে রয়েছেন। বাংলা ট্রিবিউন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, এই কারাগারের বন্দিদের জন্য ঈদের তিনটি জামাত আলাদাভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, লুৎফুজ্জামান বাবর, দেলাওয়ার হোসাইন সাঈদী, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হোসেন হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান রানাসহ প্রায় দেড় হাজারের মতো বন্দি এই কারাগারে রয়েছেন। এদের মধ্যে ৮০ জনের মতো ফাঁসির দণ্ডপ্রাপ্ত। গরিব ও দুঃস্থ বন্দিদের জন্য এই কারাগারে ঈদ উপলক্ষে প্রায় চারশ লুঙ্গি বিতরণ করা হয়েছে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, জেএমবি সংশ্লিষ্টতার আভিযোগে আটক বিএনপি নেতা সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, যুদ্ধাপরাধের অভিযোগে আটক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ হান্নান মিয়াসহ তিন হাজারের মতো বন্দি রয়েছেন। এর মধ্যে একশ ৪০ জন বন্দি রয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এ কারাগারের বন্দিদের জন্যও ঈদের তিনটি জামাত আলাদভাবে অনুষ্ঠিত হয়েছে। গরিব ও দুঃস্থ বন্দিদের জন্য এ কারাগারে ঈদ উপলক্ষ্যে প্রায় তিনশ লুঙ্গি বিতরণ করা হয়েছে।

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার শাহজাহান মিয়া জানান, দুই হাজার তিনশ বন্দি রয়েছে এই কারাগারে। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছয়শ। এ কারাগারের বন্দিদের জন্য পৃথক দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা কারাগারে দায়িত্বরত কর্মকর্তা নেছার আলম জানান, এ কারাগারে নারী-পুরুষসহ প্রায় এক হাজারের মতো বন্দি রয়েছেন। তবে এখানে ফাঁসির কোনও আসামি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়