শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ জুন, ২০১৮, ০৭:১০ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৮, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কটল্যান্ডের বিখ্যাত আর্ট স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট : স্কটল্যান্ডের গ্লাসগো শহরের বিখ্যাত আর্ট স্কুলে (শিল্পকলা কেন্দ্র) ভয়াবহ আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে ম্যাকিনটোশ বিল্ডিংয়ের ওই স্কুলে এ আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন দ্রুত পাশের ক্যাম্পাস নাইট ক্লাব, ০২ এবিসি মিউজিক ভেন্যুসহ বিভিন্ন ভবনে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, এর চার বছর আগে আরেকটি অগ্নিকাণ্ডে এই স্কুলের একটি বড় অংশ পুড়ে গিয়েছিল।

স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, আগুনের ঘটনায় এখনো কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সংস্থার উপপ্রধান কর্মকর্তা আইয়ান বুশেল বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। আশপাশের বাসা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ১২০ জনের বেশি কর্মী আগুন নেভাতে কাজ করছেন। তবে পরিস্থিতি অন্তত জটিল। ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট পিটার হিথ বলেন, শিল্পকলা ভবনটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রতিটি ফ্লোর পুড়ে গেছে।

এর আগে ২০১৪ সালের মে মাসে ম্যাকিনটোশ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই থেকে সাড়ে সাড়ে তিন ডলারে ব্যয় করে ভবনটি পুনর্নির্মাণ করা হয়। আগামী বছরই ভবনটি নতুন করে খোলার কথা ছিল।

বেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, এবারের আগুন আগেরবারের চেয়ে অনেক শক্তিশালী এবং এটির ক্ষয়ক্ষতিও বেশি হবে। তিনি বলেন, ‘এটি ভয়াবহ আগুন। দাহ্য কোনো বাক্সে আগুন লাগলে যেমন জ্বলতে থাকে এটি তেমন করে জ্বলছে। খুবই মর্মান্তিক।’

সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়