শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৭ জুন, ২০১৮, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৭ জুন, ২০১৮, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানা প্রতিকূল পরিবেশ আর কষ্ট ছাপিয়ে রোহিঙ্গা শিশুদের ঈদ উৎসব!

শ.ম.গফুর,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:  নানা প্রতিকূল পরিবেশ ডিঙিয়ে রোহিঙ্গা শিশুদের ঈদ ভাগাভাগি চলছে।কখনো ভীতি,আবার কখনো হতাশার চাপ।এ যেন হাজারো কষ্টের পরেও কুতুপালং শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের খেলার মাঠে বসানো হয়েছে কয়েকটা নাগরদোলা আর বেশ কয়েকটা দোকান। ঈদ উপলক্ষে প্রতিবছরই এমন আয়োজন করা হয়।

কুতুপালং নিবন্ধিত শরণার্থী শিবিরের বাসিন্দা হাসান,ইসমাঈল ও আলী জানান, নিজেরাই আনন্দ করতে না পারলেও বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ।

কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বললে জানা যায়, নিজেরা নতুন জামা-কাপড় নিতে না পারলেও তারা চেষ্টা করেছেন সন্তানদের ঈদের আনন্দ উপভোগের সুযোগ করে দেয়ার।এদিকে এতো প্রতিকূলতার মধ্যেও ঈদে রোহিঙ্গা শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে সেটিতে অনেকে খুশি হয়েছেন রোহিঙ্গারা। তারা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারা বলছেন, সরকার তাদের যে আশ্রয় দিয়েছে, ঈদ নামাজ ও উদযাপন করার সুযোগ দিয়েছে এতে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন এবং বাংলাদেশ সরকারের জন্য মন থেকে দোয়া করেছেন এমনটাই অনুভূতি প্রকাশ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়