শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ জুন, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বি. চৌধুরীর

মুহাম্মদ নাঈম : ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আবারও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।

তিনি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা সব দলের সম্মতিক্রমে স্বীকৃত জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা জনগণের মৌলিক দাবি। আজ দুপুরে কুড়িল বিশ্বরোডে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বি. চৌধুরী বলেন, ‘সরকার যদি সত্যিকারের নির্বাচন করতে চায়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকারের কোনও বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন উঠলেই এই সরকারের মন্ত্রীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। কিন্তু তারা তো এটাও জানেন যে, সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন এই সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল করা যায়।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমি যখন সংসদে উপনেতা ছিলাম, ওই সময় ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর একরাতে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করিয়েছিলাম। এরপর মাত্র ৪ মাসের মধ্যে নতুন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেছিলাম। ওই নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। তাহলে আওয়ামী লীগ কেন সংবিধান সংশোধন করে আগামী একমাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করতে পারবেন না?’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ, ব্যারিস্টার ওমর ফারুক, হাফিজুর রহমান ঝান্টু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়