শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ জুন, ২০১৮, ০৮:৫০ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৮, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে আমেরিকার পরাজয় ঘটেছে: খামেনি

রাশিদ রিয়াজ : শুক্রবার) তেহরানের প্রধান ঈদুল ফিতরের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সাত ট্রিলিয়ন ডলার অপচয় হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট যে স্বীকারোক্তি দিয়েছেন তার ফলে তিনি প্রকারান্তরে এ অঞ্চলে আমেরিকার পরাজয় স্বীকার করে নিয়েছেন।

সর্বোচ্চ নেতা মুসলিম উম্মাহর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্টের স্বীকারোক্তির অর্থ হচ্ছে ‘বড় শয়তান’ আমেরিকা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও যত অর্থই খরচ করুক না কেন নিজের বাসনা পূরণ করতে পারবে না।

ইরানি জনগণের প্রতিরোধ, স্বাধীনচেতা মনোভাব, সাহস, দূরদর্শিতা ও প্রজ্ঞা থেকে সৃষ্ট উদ্বেগের কারণে শয়তানি শক্তিগুলো ইরানের সঙ্গে নিরবচ্ছিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এসব শক্তি চেষ্টার যেমন ত্রুটি করবে না তেমনি বরাবরের মতোই ব্যর্থ হবে।

অবশ্য ইরানি জনগণকে শত্রুর ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তিনি সতর্ক করে দেন। সর্বোচ্চ নেতা বলেন, সাধারণ মানুষকে ক্লান্ত ও হতাশ করে দেয়ার লক্ষ্যে এখন শত্রুরা ইরানি জনগণের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ইরান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক কুদস দিবসের শোভাযাত্রায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এসব শোভাযাত্রা প্রমাণ করছে শত্রুর ইরান বিরোধী প্রচারণা সত্ত্বেও বিশ্বের মুসলিম দেশগুলোর সঙ্গে ইরানি জনগণের সম্পর্কের বন্ধন আরো দঢ় হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা পবিত্র রমজান মাসে অর্জিত তাকওয়া বা খোদাভীতি সারাবছর ধরে রাখার জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে পবিত্র কুরআনের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে সে সম্পর্কের গভীরতা যেন কমে না যায় সেজন্য সবার প্রতি আহ্বান জানান। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়