শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ জুন, ২০১৮, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৮, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

শিমুল মাহমুদ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জামাত শুরু হলেও নির্ধারিত সময়ের পূর্বেই কানাই কানাই ভরে যাই মুস্ললিরা।পরবর্তীতে স্থানসঙ্কুলান না হওয়ায় মাঠে আশে পাশের বিভিন্ন স্থানে জামাতে শরীক হতে দেখা যায়।

এবার ১৯১ তম ঈদের জামাতে দেশ-বিদেশের বিভিন্ন এলাকা থেকে সাড়ে তিন লাখের অধিক ধর্মপ্রাণ মুসল্লি জামাতে অংশ নেয়। জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে একদিন আগেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ ও আশেপাশে এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কোনো সন্দেহভাজন লোক যেন নিরাপত্তাবলয় অতিক্রম করে মাঠে প্রবেশ করতে না পারে সেজন্য নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।

মাঠের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য বোমা শনাক্ত ও নিষ্ফ্ক্রিয়করণ দল শোলাকিয়া মাঠে মেটাল ডিটেক্টরের সাহায্যে অনুসন্ধান কাজ শেষ করে।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, নিরাপত্তার কাজের যাবতীয় মালপত্র আসার পর মাঠ ও আশেপাশে এলাকায় বিশেষ নজরদারি নিশ্চিত করা হয়। মাঠের ২৮টি প্রবেশ পথে হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে শরীর তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের আগের দিন থেকে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা সংস্থা ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, অতীতের সবকিছু বিবেচনায় নিয়ে একদিন আগেই এই নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিশ্চিত করা হয়।

এছাড়া অপরূপ সাজে সাজানো হয়েছে মাঠ ও আশপাশ এলাকা। মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন, মাঠের মেহরাবের চুনকাম, মাঠে দাগ কাটার কাজ, অজুখানা পরিস্কার, নলকূপ বসানোর কাজসহ আনুষঙ্গিক অন্যান্য কাজ দুদিন আগেই সম্পন্ন করা হয়। সবক’টি চেকপোস্টে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম কাজ করে।

শোলাকিয়ায় নির্বিঘ্নে মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। শোলাকিয়া স্পেশাল সার্ভিস নামে একটি ট্রেন ময়মনসিংহ রেলস্টেশনে থেকে এবং অন্যটি ভৈরব থেকে ৯টায় কিশোরগঞ্জ পৌঁছায় এবং উভয় ট্রেন দুটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

পেছনের ইতিহাস : শোলাকিয়ায় ঈদ জামাতের যাত্রা শুরু ১৮২৮ সাল থেকে। স্থানীয় সাহেববাড়ির সৈয়দ আহম্মদ (র.) তাঁর নিজ সম্পত্তিতে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করেন। সেবার তিনি নিজেই ইমামতি করে ছিলেন। পরবর্তী সময়ে মাঠের প্রসার ও পরিচিতি ঘটান ঈশা খাঁর বংশধর স্থানীয় হয়বতনগর দেওয়ান পরিবারের সদস্য দেওয়ান মান্নান দাদ খান।

মাঠের নামকরণ: শোলাকিয়ার আগের নাম ছিল রাজাবাড়ীয়া। জনশ্রুতি আছে, একসময় শোলাকিয়া ঈদগাহে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সোয়া লাখ মুসল্লি হওয়ার কথা মানুষের মুখে মুখে ফেরে। সেই থেকে ঈদগাহটি একসময় শোয়ালাকিয়া ঈদগাহ মাঠ হিসেবে পরিচিতি লাভ করে। নামকরণের এমন ধারণার সঙ্গে অনেক ইতিহাসবিদের দ্বিমত আছে। অন্য মতটি হলো, মুঘল আমলে এখানকার পরগনার রাজস্ব আদায়ের পরিমাণ ছিল সোয়া লাখ টাকা। কালের বিবর্তনে সোয়া লাখ থেকে সোয়ালাখিয়া, বর্তমান শোলাকিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়