শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৬ জুন, ২০১৮, ০৬:০২ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৮, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ধমীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত

জান্নাতুল ফেরদৌসী: দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। কোলাকুলি করে ছোট-বড় সবাই ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন একে অন্যের সঙ্গে। পাশাপাশি জঙ্গিমুক্ত দেশ গড়তে একতাবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শনিবার (১৬ জুন) সকাল সাড়ে আটটায় রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ।

তবে, ভারী বর্ষণ কিংবা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটলে সাড়ে আটটার পরিবর্তে প্রধান জামাত হবে সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

প্রতিবছরের মতো এবারো নামাজে অংশ নেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও সর্বস্তরের মানুষ। এবার লক্ষাধিক মুসল্লির জন্য প্রস্তুত করা হয়েছে ঈদগাহ মায়দানকে। এছাড়া বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে ৫টি জামাত। সেখানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টায়। জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত হবে সকাল আটটায়। এছাড়া শহরের প্রতিটি পাড়া মহল্লায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন ঈদগাহ ময়দানে।

চট্টগ্রাম: ট্টগ্রামে ঐতিহ্যবাহী জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ প্রায় ৩৫ হাজার মানুষ। এছাড়া নগরীর আরও ১৬৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসময় জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তা সমাধানে কাজ করার কথা জানান মেয়র।

সিলেট: কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সিলেটে শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতে অংশ নেন লক্ষাধিক মানুষ। এতে সাধারণ মানুষের পাশাপাশি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ রাজনৈতিক ব্যক্তিরা এক কাতারে নামাজ আদায় করেন।

ময়মনসিংহ: ময়মনসিংহে ঈদের নামাজের সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এ অবস্থায় বৃষ্টিতে ভিজেই খুতবা শুনেন মুসল্লিরা। বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেও অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের জামাত। নামাজ শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। এসময় সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, জেলা প্রশাসক এবং রাজনৈতিক নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

রাজশাহী: রাজশাহীতে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে জড়ো হন মুসল্লিরা। নামাজে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ প্রশাসনের কর্মকর্তারা।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লির অংশগ্রহণে সকাল ১০টায় ঐতিহাসিক এ ঈদগাহে ১৯১তম ঈদ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ

খুলনা এবং রংপুরবাসীও আনন্দমুখোর পরিবেশের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন। ঈদের নামাজ আদায় শেষে আলিঙ্গন করে একে অপরকে শুভেচ্ছা জানান তারা। এছাড়া দেশের জেলা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছে মুসল্লিরা। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়