শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ জুন, ২০১৮, ০৩:৩৭ রাত
আপডেট : ১৬ জুন, ২০১৮, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামাত শেষে কুশল বিনিময়, ঘরে ঘরে ঈদের আনন্দ

রাশিদ রিয়াজ : ঈদের জামাত শেষে সবার সঙ্গে কুশল বিনিময়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। কেউ যাচ্ছেন বাবা, মা, স্বজনের কবরে দোয়া পাঠ করতে। ছোট ছেলেমেয়েরা নানা রংয়ের পোশাকে চারপাশ রঙ্গীন করে তুলেছে। সারাদেশে ঈদের জামাত শেষে ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাতে সাধারণ মুসল্লিদের কাতারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে শুক্রবার সন্ধ্যায়।

প্রধান ঈদ জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।জাতীয় ঈদগাহ ময়দানের শামিয়ানার ভেতরে প্রায় এক লাখ পুরুষ ও পাঁচ হাজার নারী নামাজ আদায় করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদগাহের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ছিল বাড়তি নজরদারি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হওয়ার পর ধারাবাহিক ভাবে বাকি জামাত হয়। প্রথম জামাতের ইমামতি করছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী। সকাল ৮টা দ্বিতীয় জামাতের ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেমী। সকাল ৯ টায় তৃতীয় জামাতের ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। চতুর্থ জামাত সকাল ১০টায়, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে, এ জামাতে ইমামতি করবেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ড. মাওলানা মুশতাক আহমাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়