শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ জুন, ২০১৮, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৮, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েনায় বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন

আনিসুল হক, ভিয়েনা (অষ্ট্রিয়া) থেকে: এক মাস সংযম সাধনার পর অষ্ট্রিয়াপ্রবাসী বাংলাদেশি মুসলমানরা ১৫ জুন শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছেন। প্রবাসী বাংলাদেশি মুসলিম কর্তৃক পরিচালিত পাঁচটি মসজিদ রয়েছে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। এই মসজিদগুলোতে প্রতিবারের মতো এবারও তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টা, সাড়ে ৯টা ও ১১টায় পরপর অনুষ্ঠিত জামাতে ভিড় ছিল উপচে পড়া। এর মধ্যে বেশ কিছু মুসল্লি ছিলেন অন্যান্য মুসলিম কমিউনিটির।
ভিয়েনার প্রাণকেন্দ্রে নিজস্ব অর্থে ক্রয় করা জমির উপর নির্মিত প্রবাসী বাংলাদেশিদের প্রধান মসজিদ ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম' এ স্থানীয় সময় সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা ড. ফারুক আল মাদানি।
প্রধান জামাতে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এবং অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, এমরান হোসেন, শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, জাফর ইকবাল বাবলু, ইমরুল কায়েস, সাজ্জাদ হোসেন হিমু, এবিএম মাইনুদ্দিন, সাইফুল ইসলাম, কামাল আজাদ, আবদুল হক চৌধুরী, অস্ট্রিয়া বিএনপি নেতা মাজেদুর রহমান সুমন, মোস্তফা মোহাম্মদ, মোশারফ হোসেন, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি মাসুদুর রহমান, মজনু আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রব খান, বাউল শিল্পী আবুল কালাম, বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম ভিয়েনার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আবিদ হোসেন খান তপন, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রচলিত প্রথা অনুযায়ী এবারও ঈদের জামাতের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ভিয়েনায় বাংলাদেশীদের মসজিদগুলোতে ঈদুল ফিতরের প্রতিটি জামাতে বাংলাদেশ ও দেশের মানুষের এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ঈদের জামাতে অংশগ্রহনকারী বিপুল সংখ্যক মুসল্লিকে মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে মসজিদ পরিচালনা কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়