শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০১৮, ০১:৪৭ রাত
আপডেট : ১৬ জুন, ২০১৮, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশা করো না তোমাদের পা ধরব

ডেস্ক রিপোর্ট  : একটা সময় এমন ছিল যখন শাহরুখ খান আর গোবিন্দ একে অপরের চরম শত্রু ছিলেন। সেই সময় মাঝে মধ্যেই তারা একে অপরের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করতেন। কিন্তু একবার গোবিন্দার নামে শাহরুখ এমন কিছু বলেছিলেন যা শোনার পর গোবিন্দার মা আহত হন।

কিং খান যখন তা জানতে পারেন উনি সঙ্গে সঙ্গে গোবিন্দার কাছে ক্ষমা চান এবং প্রতিজ্ঞা করেন উনি আর কোনদিন গোবিন্দা এবং তার পরিবারের কাউকে দুঃখ দেবেন না। এই ঘটনার পর দু’জনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু শাহরুখ কী এমন বলেছিলান যা শুনে আহত হয়েছিলেন গোবিন্দর মা?

সেই সময় একটা সাক্ষাৎকারে এই ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন শাহরুখ। কিং খান বলেন, আমি ইংরেজিতে কিছু একটা বলেছিলাম যার সঠিক মানে তার ঘনিষ্ঠ কয়েকজন বুঝতে পারেনি। তারা গোবিন্দকে ভুল বুঝিয়েছিল।

আমি একটা শোতে মন্তব্য করেছিলাম, আমি যা সব থেকে ভালো করতে পারি সেটাই করি। গোবিন্দা যা করে আমি তা কোনদিনই করতে পারব না। হয়তো আমি যা করি গোবিন্দাও তা কোনদিন করতে পারবে না। এর মানে এই নয় যে গোবিন্দা যা করে তা আমি কোনদিন করবো না। আমি সত্যিই চাই গোবিন্দা যা করে তা করতে। ওর মতো মাথার ওপর লুঙ্গি তুলে নাচার ইচ্ছা আমার। কিন্তু আমি তা পারব না।

এটার অন্যরকম মানে করে ওকে বলা হয়েছিল। গোবিন্দা আমাকে জানায় এটা শোনার পর ওর মা খুব আহত হয়েছেন কারণ তার মনে হয়েছে আমি বলেছি গোবিন্দ ভালো কাজ করে না।

এটা শোনার পর আমার খুব বাজে লাগে। আমি কীভাবে এক্সপ্লেন করব তা বুঝতে পারছিলাম না। আমি ওকে ফোন করে বলি, দ্যাখো তোমার মাকে বোঝাও আমি ওইভাবে ওটা বলতে চাইনি। ইংরেজিতে কিছু বললে তার অনেকরকম মানে করা যায়। আমি একবারও তোমাকে ছোট করে কিছু বলিনি বা এটাও বোঝাতে চাইনি তুমি যা করো তা অশ্লীল বা খারাপ।

গোবিন্দ পুরোটা বুঝতে পারে এবং তারপর আর কোনদিনই আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়নি।

অনেকেই তখন মনে করত শাহরুখ খুবই দাম্ভিক‚ উদ্ধত। এই ব্যাপারে কথা বলতে গিয়ে ওই একই সাক্ষাৎকারে শাহরুখ বলেন, আমি দাম্ভিক‚ উদ্ধত একেবারেই নই। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। প্রথমদিকে সুভাষ ঘাই আর যশ চোপড়ারও আমাকে দাম্ভিক আর উদ্ধত মনে হতো।

আমার অ্যাটিটিউড হলো হয় আমাকে ভালোবাসো না হলে আমাকে ছেড়ে দাও। আমি কঠোর পরিশ্রম করি। আমার জন্য প্রযোজক এবং পরিচালক যে অর্থ খরচ করে তা উশুল করে দেওয়ার চেষ্টা করি। তুমি একজন বড় পরিচালক হতে পারো কিন্তু আমিও একজন বড় অভিনেতা। তাই আমাকে ছবিতে নিয়ে তোমরা অনুগ্রহ করছো না। কোনদিন আশা করো না আমি তোমাদের পা ছুঁয়ে প্রণাম করব বা যা বলবে তাই করব।

উৎসঃ পূর্বপশ্চিম

  • সর্বশেষ
  • জনপ্রিয়