শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুন, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ১৬ জুন, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে লাশ হয়ে বাড়ি ফিরতে হলো তাদের

ডেস্ক রিপোর্ট  : চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শুক্রবার (১৫ জুন) বেলা ১১টার দিকে পটিয়া ও সীতাকুণ্ড উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বলেন, বেলা ১১টার দিকে বান্দরবান থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে আসা পটিয়ার একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি আনোয়ারা তুলাতলির মৃত বাদল চন্দ্র দেবের ছেলে শিবকর চন্দ্র দেব (৪৫)।

এ ঘটনায় আহতরা হলেন- আরিফ (২৫), আবু তাহের (৬২), সুমন (২০), রূপন ভট্টাচার্য (৪৫), শিখা শীল (৩৭), নাজমুল জান্নাত (৫০), নওশীন জান্নাত (১৭), শহীদুল ইসলাম (৪০), দিদারুল আলম (২৫), মনির আহমদ (৬৫), ঝর্ণা চক্রবর্ত্তী (৪৪), ফরমান উদ্দিন (৩০), সীফাত (১৮), নাজিম উদ্দিন (২৪), ছৈয়দুল আলম (৪৫), সমাপ্তী (৬), তপন মিত্র (১৯), আবুল হোসেন (৫৫), শিখা কর (৫৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শুকলালহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে অজ্ঞাত যুবক (৩০) ও বৃদ্ধা নারী (৬৫) নিহত হন। আহত হন ৫ জন। পূর্বপশ্চিম

  • সর্বশেষ
  • জনপ্রিয়