শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ জুন, ২০১৮, ১১:১৪ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৮, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগের প্রকল্পে সব জেলা ভিক্ষুকমুক্ত করা হবে

সাইদ রিপন : স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে এক হয়ে কাজ করার আহŸান জানিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দেশের প্রতিটি মানুষের খাদ্য, আশ্রয়, চিকিৎসা, শিক্ষাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করে একটি সুখী ও উন্নত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন তিনি। বঙ্গবন্ধুর সেই চিন্ত-ভাবনাই বাস্তবে রুপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনে বহুমুখী কর্মসূচি বাস্তবায়নসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন কর্মোদ্যোগ হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এবার এ প্রকল্পটির আওতায় দেশের সব জেলা ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে এ প্রকল্পটির মাধ্যমে কিশোরগঞ্জ জেলাকে ভিক্ষুকমুক্ত করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, এসডিজির লক্ষ্য অর্জন করতে হলে দেশে দারিদ্রের হার আরো কমাতে হবে। এ প্রকল্পটির মাধ্যমে দারিদ্রের হার কমানোর জন্য প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে এটি বাস্তবায়ন করা হচ্ছে। এখন বিশেষ এই উদ্যোগের আওতায় দেশের সব জেলা থেকে ভিক্ষুদের পুর্ণবাসনের জন্য কাজ করা হবে। প্রাথমিকভাবে এ প্রকল্পটির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ভিক্ষুকমুক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশব্যাপি এটি বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য প্রকল্পটি সংশোধনের করা প্রয়োজন। প্রকল্পের সংশোধনী ডিপিপি প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
এ বিষয়ে প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব স্বপ্নপ্রসূত একটি মডেল যা দারিদ্রবিমোচনে দারিদ্র মানুষের নিজস্ব স্থায়ী পুঁজি তৈরি করে দেয়। ভবিষ্যতে এ পুঁজি ব্যবহার করে প্রতিটি সদস্য আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হবে। তাছাড়া বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য কোন দেশে এখন পর্যন্ত এমন দরিদ্রবান্ধব কর্মসূচি সৃষ্টি হয়নি। তিনি বলেন, দারিদ্র দূর করতেই বাংলাদেশকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পটির মাধ্যমে দারিদ্র ভিক্ষুকদের ট্রেনিং দিয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতি থেকে ঋণ দেয়া হবে। প্রাথমিকভাবে আমরা কিশোরগঞ্জে ৯০০ পরিবারকে পুর্ণবাসন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়