শিরোনাম

প্রকাশিত : ১৫ জুন, ২০১৮, ০৭:১২ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৮, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে নোবেল পুরস্কারের সুপারিশ করেছে নরওয়ের ২ আইন প্রনেতা

বিশ্বজিৎ দত্ত: ডোনাল্ড ট্রাম্পকে ২০১৯ সালের নোবেল শান্তি পুরষ্কার দেয়ার জন্য সুপারিশ করেছে ২জন নরওয়েজিয়ান আইন প্রনেতা। নরওয়ের ক্ষমতাসীন পপুলিস্ট প্রগরেস পার্টির এ দ্ইু আইন প্রনেতা হলেন, ক্রিস্টিয়ান টাইব্রি ও পের উইলি।

তাদের মতে, সিঙ্গাপুর সামিটের মাধ্যমে ট্রাম্প উতর কোরিয়া ও দক্ষিণ কোরয়িার মধ্যে শান্তি স্থাপনে ব্যাপক ভ’মিকা নিয়েছেন। পারমানবিক নিরস্ত্রি করণেও ট্রাম্পের ব্যাক্তিগত ভ’মিকা অসাধারণ। এ কারণেই তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া উচিৎ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের একদল আইন প্রণেতাও ডোনাল্ড ট্রাম্পকে নোবলে পুরস্কার দেয়ার জন্য নোবেল কমিটিকে অনুরোধ করেছে। নরওয়ের নোবেল কমিটি ১ ফেব্রুায়ারিতে তাদের পুরস্কারের নমিনেশান নির্বাচন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়