শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ১৫ জুন, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭৩ কলেজে ভর্তিতে আগ্রহ নেই কারও

নিজস্ব প্রতিবেদক : একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশের ১৭৩টি কলেজে কেউ আবেদন করেনি। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১০ জুন আন্তঃশিক্ষা বোর্ড সারাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফল প্রকাশ করে।

এতে দেখা যায়, সারাদেশে ১৬ হাজার ৪০৬টি কলেজে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হয়। এর মধ্যে ১৭৩টি কলেজে কোনো শিক্ষার্থী আবেদন করেনি। এসএসসিতে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন একাদশ শ্রেণিতে ভর্তি হতে আবেদন করে। এর মধ্যে ৯৪ শতাংশ শিক্ষার্থী তাদের পছন্দ অনুযায়ী নির্বাচিত কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। প্রায় ৬২ হাজার শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার। খবর সমকাল’র।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন-আর-রশিদ জানান, সারাদেশে ১৭৩টি কলেজে ভর্তির জন্য কেউ আবেদন করেনি। এসব কলেজের মধ্যে যেগুলোর বয়স পাঁচ বছর অতিক্রম হয়েছে অথচ শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, সেসব কলেজ রাখার প্রয়োজন নেই। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীশূন্য কলেজগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জিপিএ-৫ পেয়েও কাঙ্ক্ষিত কলেজে ভর্তির সুযোগ না পাওয়ার বিষয়ে কলেজ পরিদর্শক বলেন, ভালো ফলধারীদের সবারই ভালো কলেজে ভর্তির দিকে নজর থাকে। কিন্তু ভালো কলেজগুলোয় সীমিত আসন থাকায় জিপিএ-৫ পেয়েও অনেকে ভর্তি সুযোগ পায় না। প্রথম ধাপে যারা কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি, তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপ পর্যন্ত শূন্য আসন থাকা কলেজগুলোতে আবেদন করার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়