শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ জুন, ২০১৮, ১০:১৩ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৮, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবেই হোক বাড়ি যেতে হবে!

নিজস্ব প্রতিবেদক : পরিবার পরিজনের সঙ্গে ঈদ পালনের আকুলতা মানে না কোনও বাধা। তাই সিট না পেলেও বাসের ছাদে বসে যেতেও দ্বিধা করছেন না অনেকেই। তাদের যুক্তি, দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর এই তো সুযোগ পরিবারের সান্নিধ্য পাওয়ার। তাই যেভাবেই হোক বাড়ি যেতে হবে। আর এই সুযোগ কাজে লাগিয়ে বাসের ছাদের টিকিট বিক্রি করছে কিছু বাস কোম্পানি।

বৃহস্পতিবার বিকালের পর থেকেই গাবতলী বাস টার্মিনাল ফিরে পায় তার ঈদের সময়কার চিরচেনা রূপ। সকাল থেকে সারাদিন যাত্রীর আনাগোনা কম থাকলেও বিকালের পর থেকে গাবতলী বাস টার্মিনালে তিল ধারণের ঠাঁই ছিল না। দক্ষিণবঙ্গের গাড়ির টিকিট থাকলেও উত্তরবঙ্গের গাড়ির টিকিট মিলছে না এই শেষ সময়ে। তাই যে করেই হোক গন্তব্যে পৌঁছাতে অনেকেই বেছে নিচ্ছেন বাসের ছাদ। অপেক্ষাকৃত কম ভাড়া এবং সময়মতো যাওয়ার তাগিদে ছাদে চড়েই যাচ্ছেন অনেকে। বাংলা ট্রিবিউন

দিনাজপুরগামী গোবিন্দগঞ্জ পরিবহন তার একটি। এই বাসের ছাদে দেখা গেলো তিল ধারণের ঠাঁই নেই। ছাদে চড়ে যাচ্ছেন বেসরকারি কোম্পানির চাকরিজীবী ফয়েজুল ইসলাম। ৩০০ টাকা দিয়ে বাসের ছাদে উঠেছেন তিনি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য অপেক্ষা করতে রাজি নন তিনি। তাই বাসে সিট না পেয়ে উঠে গেছেন ছাদে। ফয়েজুলের মতো আরও ২৫ জন যাত্রী ছাদের ওপর উঠেছেন। তাদের সবার গন্তব্যই দিনাজপুর। ছাদে যাওয়া ঝুঁকিপূর্ণ জেনেও এভাবে যাচ্ছেন তারা। শুধু এই বাসে নয়, উত্তরবঙ্গগামী আরও বেশ কয়েকটি বাসের ছাদে দেখা যায় একই রকম চিত্র।

বাসের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধ হলেও মানছেন না কিছু বাসের কর্মচারী। গোবিন্দগঞ্জ পরিবহনের কাউন্টার ম্যানেজারের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এমনকি তার কাছে নাম জানতে চাওয়া হলেও তিনি তা বলতে রাজি হননি। এমনকি বাসের হেল্পারের কাছেও মেলেনি সদুত্তর। অথচ ছাদে যাত্রী বহন করার তদারকির কাজে তিনি নিজেই নিয়োজিত।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্যাহ বলেন, বাসের ছাদে যাত্রী বহন করা নিষিদ্ধ। তবে গাবতলী আমাদের সংগঠনের নিয়ন্ত্রণের বাইরে। ওইখানের ইউনিয়ন আলাদা।

গাবতলী বাস টার্মিনালে দায়িত্বরত বিআরটিএর ভিজিলেন্স টিমের সদস্যরা জানান, তারা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছেন। তাদের ভ্রাম্যমাণ আদালত সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন বলেন, আমাকে ছবিসহ লিখিত অভিযোগ দিলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। ইতোমধ্যে আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। অনেকে টিকিটের দাম নির্দিষ্ট ভাড়া থেকে বেশি রাখছিল। আমাদের কাছে যাত্রীরা অভিযোগ দেওয়ার পর আমরা ব্যবস্থা নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়