শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ জুন, ২০১৮, ০৭:৩২ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৮, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ভাই শিল্পপতি শামসুদ্দোহা চৌধুরীর মৃত্যুতে বি. চৌধুরীর শোক

রফিক আহমেদ : যুক্তফ্রন্টের চেয়ারম্যান এবং বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার এ.কিউ.এম শামসুদ্দোহা চৌধুরী (৮৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধবার রাত সোয়া নয়টায় গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। ইঞ্জিনিয়ার শামসুদ্দোহা স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেছেন।

বর্ণাঢ্য জীবনের অধিকারী শামসুদ্দোহা চৌধুরী আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে এম এস করে বুয়েটে অধ্যাপনা শুরু করেন। পরে ব্যবসা শুরু করে শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। বড় ভাইয়ের মৃত্যুতে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

অপর আরেকটি বিবৃতিতে জানা যায়- ঈদের দিন বি. চৌধুরী দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। যুক্তফ্রন্টের চেয়ারম্যান এবং বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী রাজধানীর গুলশান আজাদ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। তিনি ঈদের দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিকল্পধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়