শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৫ জুন, ২০১৮, ০৬:২১ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৮, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উ. কোরিয়া পুরো পরমাণু অস্ত্রমুক্ত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে: পম্পেও

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দক্ষিণ কোরীয় ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে পম্পেও একথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ঐতিহাসিক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিলেন।

বৈঠকে দুই নেতা নতুন সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়ে একটি বিবৃতি সই করেছেন। কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রমুক্ত করার আগের প্রতিশ্রুতি বৈঠকে ফের দিয়েছে উত্তর কোরিয়া।

বৈঠক শেষের পর যৌথ ঘোষণায় কোরীয় উপদ্বীপ পরিপূর্ণভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের অঙ্গীকারও করা হয়।

কিন্তু বৈঠকে দুই নেতার মধ্যে সমঝোতার এ যৌথ ঘোষণা নিয়ে এখনো সংশয় আছে। কারণ, ঘোষণায় পিয়ংইয়ং কীভাবে পারমাণবিক অস্ত্র পরিহার করবে আর সে প্রক্রিয়া যাচাই করা হবে কি করে তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ধাপে ধাপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া চালিয়ে গেলে উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞায় ছাড় দিতে সম্মত হয়েছেন ট্রাম্প ও কিম। তবে পম্পেও এ প্রতিবেদন নাকচ করেছেন।

তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র পুরোপুরি এবং স্থায়ীভাবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার পাশাপাশি তা যাচাই করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়