শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ জুন, ২০১৮, ০৫:৩১ সকাল
আপডেট : ১৫ জুন, ২০১৮, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামনে নির্বাচন, তাই নির্বাচনী এলাকাতেই মন্ত্রীদের ঈদ!

নিজস্ব প্রতিবেদক : নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদ উৎসব উদযাপন করতে অধিকাংশ মন্ত্রীই ঢাকা ছাড়ছেন। ইতোমধ্যে অনেক মন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে জনগণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন বলে খবর পাওয়া গেছে।

বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনী এই বছরে জনগণের মন জয় করতে ব্যস্ত মন্ত্রী এমপিরা।

কয়েকজন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সদ্য ২০১৮-২০১৯ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঈদ উদযাপন করবেন তার নির্বাচনী এলাকা সিলেটে। বৃহস্পতিবার তিনি সিলেটে যাবেন বলে জানান অর্থ মন্ত্রণালয়ের পিআর’র দায়িত্বে থাকা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সাহেদুর রহমান।

তিনি জানান, অর্থমন্ত্রী দেশে থাকলে সাধারণত সিলেটেই ঈদ উদযাপন করেন।

তিনি জানান, নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবেন মন্ত্রী।

এছাড়া দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করবেন বলে জানা গেছে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার নির্বাচনী এলাকা ভোলায় ঈদ উদযাপন করবেন। ইতোমধ্যে তিনি ভোলায় চলে গেছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মো. ছাইফুল ইসলাম।

সেখানে মন্ত্রী জনসাধারণের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঈদ উদযাপন করবেন তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বসুরহাটে।

তবে তার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মানুষ সুষ্ঠুভাবে বাড়ি ফেরার পরই সেতুমন্ত্রী নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভূমিকা রাখছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাছের বলেন, যোগাযোগ ব্যবস্থা গতিশীল রাখতে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছেন। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বাভাবিক রাখতে তিনি নিজে টেলিফোন করে পুলিশের কাছ থেকেও নানা প্রয়োজনীয় সহযোগিতা নিচ্ছেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবারও তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ঈদ উদযাপন করবেন। তিনি এ উপলক্ষ্যে জনগণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

তার মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মীর আকরাম বলেন, মন্ত্রী দেশে থাকলে প্রতি সপ্তাহেই তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় যান এবং জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম ঈদ উপলক্ষ্যে তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। তবে তিনি ঈদ উদযাপন করবেন ঢাকায়। ইতোমধ্যে বেশ কয়েকদিন ধরে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে ঈদের আগেই ঈদ সামগ্রি বিতরণ করেছেন এ নেতা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর তার নিজ নির্বাচনী এলাকায় এবারের ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা গেছে।

তার একান্ত সচিব সরদার মো. কেরামত আলী বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন, তবে ঈদ উদযাপন করবেন তার নির্বাচনী এলাকা নীলফামারীতে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরে উদযাপন করবেন বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মাদ মুফিজুল ইসলাম পাটোয়ারী।

তিনি জানান, মন্ত্রী ইতোমধ্যে তার নির্বাচনী এলাকায় চলে গেছেন। তিনি সেখানে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবেন।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম তার নিজ নির্বাচনী এলাকা কামরাঙ্গীচরের সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মোহাম্মাদ হেলাল হোসেন।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে মন্ত্রী তার নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শেরপুর-৩ নির্বাচনী আসন নলকা-নালিতাবাড়ী থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি এ এলাকায় বেশ কয়েকদিন ধরে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। তিনি ঢাকায় ঈদ উদযাপন করবেন বলে জানান তার একান্ত সচিব মোহাম্মাদ শাহজালাল। পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়