শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৫ জুন, ২০১৮, ১২:১৬ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৮, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ নেই

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এবার যানবাহন আর যাত্রীর উপচে পরা ভীড় নেই বললেই চলে।বিভিন্ন পোশাক কারখানা আজ ছুটি হওয়ায় আগামীকাল শুক্রবার চাপ বাড়তে পারে ।বৃহস্পতিবার বিকেল পযন্ত ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৮০টি দুরপাল্লার বাস,আর একশ’র মত ছোট গাড়ি।দ্রত ও সহজে এসকল যানবাহন পারাপার করার জন্য ২০ টি ফেরি কাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার আজমল হোসেন ও জেলা ট্রাফিকের ইন্সপেক্টর (টিআই) বাশার এই তথ্য নিশ্চিত করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে ঘাট এলাকায় ও মহাসড়কের নিরাপত্তায় পাঁচশত পুলিশ মোতায়ন করা হয়েছে।এতে করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রয়েছে।

দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১জেলার প্রবেশদ্বার পাটুরিয়া ফেরি ঘাট দিয়ে নারীর টানে ছুটে চলেছে হাজারো মানুষ। ঈদ আনন্দ পরিবারের সদস্যদের সাথে ভাগাভাগি করতে এসকল ভোগান্তি যেন কোন কষ্ট না তদের কাছে।তবে এবছর প্রশাসনের ব্যাপক প্রস্তুতির কারনে বৃহস্পতিবার সকাল থেকে বেলা বারোটা পযন্ত ঘাটে পার হতে আসা যানবাহন গুলো বিনা হয়রানীতে ফেরিতে উঠে ঘাট পার হতে পারছে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহন অপেক্ষাকৃত চাপ কম লক্ষ্য করা গেছে।

বুধবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাক পারাপার। সাধারন যাত্রীরা বলেন,বিগত বছরগুলোতে আধাবেলা চলে যেত ঘাট পার হতে।এবার কম সময়ে ও সহজে ঘাট পার হতে পারছি।

একমাত্র যাত্রীবাহী দুরপাল্লার যাত্রীবাহী বাস গুলো ঢাকা-আরিচা সড়কের উথলী হয়ে সরাসরি ফেরি ঘাটে যেতে পারছে। আর প্রাইভেটকার গুলো পাটুরিয়া ঘাটের ৭ কিলো মিটার দুরে টেপড়া এলাকা নালী হয়ে বিকল্প রুট ব্যবহার করে ঘাট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।যে কারনে ঘাটের অভ্যন্তরে কোন ধরনের যানজট কিংবা যানবাহন গুলো এলোমেলো দেখা যায়নি।পুলিশের ব্যাপক উপস্থিতির কারনে কোন যানবাহন সিরিয়াল অমান্য করতে সাহস পাচ্ছে না।প্রতিটি বাস ষ্টেশন ও বিভিন্ন মোড়ে রয়েছে পুলিশি কড়া নজর।

এছাড়া ৩৩ টি লঞ্চ দিয়ে সাধারন যাত্রী পারাপার করা হচ্ছে।লঞ্চ ঘাট এলাকায় মানুষের ভিড় বেশি থাকলেও সেখানে কোন ভোগান্তি নেই।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার আজমল হোসেন জানান,যানবাহনের চাপ থাকলেও তাদের বহরের ২০টি ফেরি বিরামহীন ভাবে যানবাহন পারাপার অব্যাহত রাখায় ঘাট এলাকায় কোন দুর্ভোগ পোহাতে হচ্ছেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়