শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০১৮, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ আত্মসাতের অভিযোগে চিত্র নায়িকা সাদিয়া আফরিন গ্রেফতার

সুজন কৈরী : সিনেমা বানানোর কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্র নায়িকা সাদিয়া আফরিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম।

মঙ্গলবার কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বামী বিদ্যুৎ কুমার সাহা ওরফে সৌরভকেও গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিআইডির লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান বলেন, ২০১৩ সালে ফেসবুকে সাদিয়ার সঙ্গে পরিচয় হয় মিজানুর রহমান খান নামের এক ব্যবসায়ীর। পরিচয়ের সূত্রে সাদিয়া মিজানুর রহমানকে জানান, তার স্বামী সৌরভ সিনেমার প্রযোজক। লাভবান হওয়ার আশ্বাস দিয়ে সিনেমায় তিন কোটি টাকা বিনিয়োগের কথা জানান তারা। নায়িকার কথায় আশ্বস্ত হয়ে মিজানুর রহমান বিভিন্ন সময়ে সাদিয়া ও তার স্বামীকে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে ১ কোটি ২৫ লাখ ও নগদ দেন আরো ১ কোটি ২৫ লাখ। কিন্তু পরবর্তীতে সাদিয়া ও তার স্বামী সিনেমা বানাননি,আর টাকাও ফেরত দেননি। উল্টো তারা বলেছেন, টাকা দিতে পারবো না, যা করার করেন।

শারমিন জাহান বলেন, এ ঘটনায় গত ২১ মে রাজধানীর মিরপুর থানায় মিজানুর রহমান বাদী হয়ে ৪২০ ও ৪০৬ ধারায় মামালা (নম্বর ৪৩) দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তরের পর গত ১২ জুন নায়িকা সাদিয়া আফরিন ও তার স্বামী সৌরভকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আবু সাঈদ আকন্দ জানান, গ্রেফতারের পর তারা জিজ্ঞাসাবাদে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন। আবু সাঈদ জানান, ছবি বানানোর কথা বলে তারা মূলত প্রতরণার মাধ্যমে টাকা হাতিয়েছেন। তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়