শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০১৮, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহুর্তে মেচিং জুয়েলারি কেনার ধুম

স্বপ্না চক্রবর্তী : রাত পোহালেই ঈদ। পছন্দের পোশাক কেনা হয়ে গেছে আরো আগেই। এখন শপিং মলগুলোতে চলছে মেচিং জুয়েলারি কেনার ধুম। পছন্দসই গয়নার খোঁজে ছুটছেন এ মার্কেট থেকে ওই মার্কেটে।

রাজধানীর বসুন্ধরা কমপ্লেক, মৌচাক মার্কেট, নিউমার্কেটের কসমেটিকস দোকানগুলোতে তাই ভিড় উপচে পড়া। একসময় গয়না বলতেই সোনার তৈরি গয়না বুঝানো হত। কিন্তু ধীরে ধীরে সে জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন ধাতু, মেটাল, গোল্ড প্লেটেড আর পাথরের তৈরি গয়না। এখন কাঠ, খড়িমাটি, ধাতু, জার্মান রূপা, পুঁথি, পাখির পালক, কাপড় দিয়েও তৈরি হচ্ছে এ সময়ের গয়না। সঙ্গে রয়েছে পুরাতন আমলের মকরমুখী বালা, কাঠের কারুকার্য শোভিত চুড়ি, রূপার তৈরি বালার সংগ্রহ রয়েছে চোখে পড়ার মতো। আরো আছে রিকশা পেইন্টে তৈরি বিচিত্র ধরণের গয়না।

তবে দোকানিরা বলছেন, এসবের পাশাপাশি গোল্ড প্লেটেড গয়নার চাহিদা তুঙ্গে। মৌচাক মার্কেটের সিড়ির নিচের কসমেটিকে দোকানদার রমিজ মিয়া বলেন, গোল্ড প্লেটেড, পাথরের নেকলেস, দুল, চুড়িই বেশি বিক্রি করছি। এছাড়া পায়েল, ব্রেসলেটও কিনছেন ক্রেতারা পছন্দমতোই। এসব পণ্যের দাম মৌচাক, নিউ মার্কেট এলাকার দোকানগুলোতে হাতের নাগালে হলেও বসুন্ধরা সিটি, ফরচুন মার্কেট, যমুনা ফিউচার পার্কে দ্বিগুণ বা তিনগুন আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন অনেক ক্রেতা। বসুন্ধরা সিটিতে নতুন বউয়ের জন্য পাথর লাগানো পায়েল কিনতে আসা নীরব জাহাঙ্গীর আলম বলেন, খিলগাঁও তালতলা মার্কেটে একই রকমের পায়েল দেখেছি ২৫০টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু বসুন্ধরা সিটিতে দামই চাচ্ছে ৭০০টাকা। একদামের দোকান হওয়ায় কথা বলারও সুযোগ নেই। এদিকে আবার যে তালতলায় যাবো সেই সময়ও নেই। তাই বাধ্য হয়েই বউয়ের পছন্দের জিনিস একটু বেশি দাম দিয়েই কিনতে হলো।

এদিকে মুক্তার তৈরি গয়নাও নজর কাড়ছে একটু বয়স্কদের। ৫০ টাকা থেকে শুরু করে আড়াইহাজার, তিনহাজারের মধ্যে পাওয়া যাচ্ছে দুল, আংটি, চোকার, হার, লকেটের চমৎকার কালেকশন। এছাড়া স্টোনের গয়নাও পাওয়া যাচ্ছে ১০০থেকে সাড়ে ৩হাজার টাকায়। তবে তরুণীদের পছন্দ মেটালের তৈরি বিভিন্ন ধরণের গয়না। জমকালো কোন গয়না নয়, ছোট সিম্পল ঝুমকো, টপ এসব বেশি পছন্দের তালিকায় রয়েছে তাদের।

শুধু গয়না নয়, ঈদের দিনে নিজেদের আকর্ষণীয় করে তুলতে চাই অন্যান্য আনুষঙ্গিক কসমেটিকস। যেমন লিপস্টিক, মাশকারা, ফেস পাউডার, মেকআপ, আইশ্যাডোসহ অন্যান্য কসমেটিকস সামগ্রীও সমানতালে বিক্রি হচ্ছে বলে জানান নিউমার্কেটের রুবানা কসমেটিকস এর স্বত্ত্বাধিকারী রফিক উল হক। তিনি জানান, লিপস্টিকের মধ্যে ম্যাট লিপস্টিকের চাহিদাই বেশি রয়েছে। এর মধ্যে রেভলন, ম্যাক, ক্রিশ্চিয়ান ডিওর, ল্যানকম, ক্লিনিক, বুটস নম্বর সেভেন, লরিয়াল, জ্যাকলিন, মেবেলিনসহ বিভিন্ন ধরণের লিপস্টিক রয়েছে। লরিয়াল ফাউন্ডেশন, গোল্ডেন রোজের ফেস পাউডার, জ্যাকলিন ও ল্যাকমে’র বেইজের চলও দেখা গেছে দোকানগুলোতে। কাজলের মধ্যে লরিয়েল, ল্যাকমে, আইকোনিকের রঙিন নীল, সবুজ, আকাশি, বাদামি ইত্যাদি রংগুলো বেশি চলছে।

লিপস্টিক ১৮০থেকে ৭০০০ টাকায়, মাসকারা ৪০০ থেকে ৪০০০ টাকা, কাজল ১০০ থেকে ১০০০ টাকায়, বেজ মেকআপ পণ্য ৪৫০থেকে সাড়ে ৩ হাজার, ফেস পাউডার ৪০০থেকে আড়াইহাজার, আইশ্যাডো ৩০০ থেকে তিনহাজার, নেইলপলিশ ১৫০ থেকে দেড় হাজার টাকায় পাওয়া যাচ্ছে। লেদার আর পাথরের ব্যাগের চাহিদা বেশি। এ ধরণের ব্যাগের দাম পড়বে দেড় হাজার থেকে ১৫ হাজার টাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়