শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০১৮, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলাবদ্ধতার শহর কুড়িগ্রাম

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় কুড়িগ্রাম শহরের মাঠ-ঘাট। ফলে অফিস পাড়ার মানুষকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রাম শহরের অফিস-আদালতে এখন হাঁটু পানি। ফলে স্বাভাবিক চলাচল ও কাজকর্ম করতে বেগ পেতে হচ্ছে শ্রমজীবী ও অফিস পাড়ার মানুষকে। বিশেষ করে হালকা যানবাহন চলাচল করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে।

এ ব্যাপারে পৌর মেয়র আব্দুল জলিল জানান, বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। তারপরও জলাবদ্ধতার কারণ হিসেবে মেয়র বলেন, অধিক জনসংখ্যা, ড্রেনেজের উপর দোকানপাট নির্মাণ করায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমরা স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করবো।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, পরিকল্পনা মাফিক এবং অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এরফলে প্রতিবছর একই সমস্যায় পরতে হচ্ছে সবাইকে। তবে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্থ করেন।

এদিকে রাজারহাট আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৬ টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়