শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ১০:০৬ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০১৮, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জটিলতা কেটে সেন্সর পেল ‘সুপার হিরো’

মহিব আল হাসান: শাকিব-বুবলি অভিনিত সিনেমা 'সুপার হিরো' সিনেমাটি নিয়ে শুরু থেকে জটিলতা ছিল। সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে কি পাচ্ছে না তা নিয়ে সংশয়ে ছিল সিনেমাটির সাথে সংশ্লিষ্ট ও শাকিব ভক্তরাও। তবে সব কিছুর অবসান ঘটিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে এবারের ঈদেই।

গত ১১ জুন সোমবার সেন্সর বোর্ডে ‘সুপার হিরো’ জমা পড়লেও শেষ পর্যন্ত ঈদে মুক্তি পাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

তবে আজ সকাল ১১টা থেকে ছবিটি সেন্সর বোর্ডে দেখা হয়। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে অনুমতি দিয়েছেন।

উল্লেখ্য সিনেমাটির কিছু অংশ অস্ট্রেলিয়ায় শুটিং হয়। অনুমতি না নিয়ে বিদেশে শুটিং হওয়া নিয়ে জটিলতায় পড়ে সিনেমাটি।

নিপা এন্টারপ্রাইজের করা অভিযোগের ভিত্তিতে ছবিটি প্রিভিউ কমিটিতে যায়। বিদেশে ‘সুপার হিরো’র অধিকাংশ শুটিং বিদেশে হয় কিন্তু বিদেশে শুটিং করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নেয়নি ছবির প্রযোজনা সংস্থা। আর এ বিষয়টি স্বীকার করে প্রযোজক তাপসী ফারুক সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছিলেন। মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) শাহিন আরা বেগম।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘গত ১১ জুন সোমবার ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়ে। ছবিটি জমা পড়লেও তথ্যমন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছিলাম না। আজ সকালে অনুমতি পেয়ে আমরা ছবিটি সকাল ১১টা থেকে দেখেছি।’

আজিজুর রহমান আরো বলেন, ‘ছবিটির কিছু অংশ শুটিং করা হয় অস্ট্রেলিয়ায়, সেখানে শুটিংয়ে যাওয়ার আগে সরকার থেকে অনুমতি নেওয়া হয়নি। যে কারণে ছবিটি প্রিভিউ করার আগে আমরা তথ্য মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিলাম। আজ অনুমতি পেয়ে আমরা ছবিটি সেন্সরে দেখেছি। এখন ছবিটি ছাড়পত্র পেয়েছে।’

ছবি মুক্তি দিতে হলে আগে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিতে ছবির নাম নিবন্ধন করাতে হয়। এই ছবিটি ঈদে মুক্তির জন্য নাম নিবন্ধন করানো হয়েছে কি না জানতে চাইলে প্রযোজক সমিতির অফিস সেক্রেটারি সোমেন্দ্র বলেন, ‘না এখনো ছবিটি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করানো হয়নি।

ছবিটি সেন্সর হওয়ার কতদিন আগে মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করতে হয় জানতে চাইলে তিনি জানান, ছবি কতদিন আগে নিবন্ধন করতে হবে তার কোন নিয়ম নেই। এবং সেন্সর হওয়ার আগে কিংবা পরে এ বিষয়ে সঠিক কোন তথ্য আমার কাছে নেই।

'সুপার হিরো' সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান আশিক। ছবিটি প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন। থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব ও বুবলী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়