শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ১৪ জুন, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে খুলনা ছেড়েছেন অধিকাংশ মানুষ

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: ঈদের ছুটির একদিন আগেই অধিকাংশ মানুষ খুলনা ছেড়েছেন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে শহর থেকে গ্রামে গেছেন।
বৃহস্পতিবার (১৪ জুন) অফিস থাকলেও অধিকাংশ চাকরিজীবীরা হাজিরা খাতায় সই করেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। ফলে নগরীর রেল স্টেশন, সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও বিআইডব্লিউটিএ লঞ্চঘাটে দেখা গেছে মানুষের উপচে পড়া ভীড়। কোথাও কোথাও বাসে অতিরিক্ত যাত্রী বোঝাই ও বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

বুধবার ছিল পবিত্র শবে কদরের ছুটির দিন। বৃহস্পতিবার অফিস- আদালত খোলা থাকলেও কাল শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু; তাই বৃহস্পতিবার সকালে হাজিরা খাতায় সই করেই দুপুরের মধ্যেই খুলনা ছাড়তে শুরু করে কর্মজীবী মানুষ। তবে এ নিয়ে অফিস-আদালতে অন্যান্য দিনের মত কোনো কঠোরতা ছিল না।

এদিকে, নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে নওয়াপাড়া, ডুমুরিয়া, চুকনগর এলাকামুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার নামে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এসব জায়গাতে দাঁড়িয়ে যাওয়া এবং আগের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে যাত্রীরা। সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে চুকনগর পর্যন্ত ভাড়া ৩৫ টাকা। সেখানে বৃহস্পতিবার যাত্রীদের কাছ থেকে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে সপরিবারে ঈদ করতে সাতক্ষীরায় গেছেন সরকারি কর্মকর্তা মো. ওবায়দুল হক। তিনি বলেন কোনো গাড়িতেও তিল ধারণের ঠাঁই নেই। বাসের ছাদেও লোক নেয়া হচ্ছে। আশঙ্কায় আছি সুস্থভাবে বাড়িতে পৌঁছানো নিয়ে।

এদিকে তুলনামূলক ফাঁকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। যে কোন অনাকাক্সিক্ষত ঘটনার প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনের জন্য খুলনায় কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। পবিত্র ঈদ-উল ফিতরের দিন এবং পূর্বের ও পরের তিন দিনসহ সপ্তাহব্যাপী এ কন্ট্রোল রুম কাজ করবে।

একই সঙ্গে নগরীতে টহলে থাকবে র‌্যাব-৬ এর মোবাইল টিম। গোয়েন্দা পুলিশের বিশেষ টীম সাদা পোশাকে নগরবাসীর নিরাপত্তায় বিশেষ নজরদারি রাখবে। নগরীর অভিজাত আবাসিক এলাকা, বিনোদন স্পট ও ব্যস্ততম এলাকাসমূহে একাধিক স্তরে নিরাপত্তা বলয় থাকবে।

কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) এ এম কামরুল ইসলাম বলেন, ঈদ নিরাপত্তায় গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করবে। অভিজাত আবাসিক এলাকা, বিনোদন স্পট ও ব্যস্ততম এলাকায় সাদা পোশাকেও নজরদারিতে থাকবে ডিবি পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়