শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৪ জুন, ২০১৮, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের টালবাহানা, জরিপ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

ফয়সাল মেহেদী: বীমার দাবি পরিশোধ নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বিরুদ্ধে। ২৪ কোটি ৪৬ লাখ ৬ হাজার ৯৪৪ টাকার দাবি জরিপকারী প্রতিষ্ঠান দিয়ে ১২ কোটি ৯৯ লাখ টাকা করা হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে দুই জরিপকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে  কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে দাবির টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।
তথ্যমতে, ২০১৬ সালের ৪ মে কন্টিনেন্টালের বীমা গ্রহীতা খুলনার দিঘলিয়ার জুট টেক্সটাইল মিলস লিমিটেডের ১ নং ইউনিটটি আগুনে পুড়ে যায়। পরবর্তীতে জরিপকারী প্রতিষ্ঠান মেসার্স বাল্টিক কন্ট্রোল (বিডি) লিমিটেড এবং দি ইঞ্জিনিয়ার্স ইন্সপেকশন তাদের জরিপ প্রতিবেদনে ১২ কোটি ৯৯ লাখ টাকার দাবি পরিশোধযোগ্য বলে উল্লেখ করে। আর ওই জরিপ প্রতিবেদন প্রত্যাখান করে ন্যায্য বীমা দাবি আদায়ে আইডিআরএর কাছে আবেদন করে জুট টেক্সটাইল মিলস।
এরই পরিপ্রেক্ষিতে ২য় সার্ভেয়ার নিয়োগ করে আইডিআরএ। ২য় সার্ভেয়ার হিসেবে নিয়োগ দেয়া হয় মিডল্যান্ট সার্ভে অ্যান্ড ইন্সপেকশন কোম্পানি এবং ইঞ্জিনিয়াস সার্ভে এসোসিয়েটস লিমিটেড। ২য় সার্ভেয়ারদের জরিপ প্রতিবেদন অনুযায়ী পরিশোধযোগ্য দাবির পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৪৬ লাখ ৬ হাজার ৯৪৪ টাকা।
সূত্রমতে, গত ২০ মার্চ ২য় জরিপ প্রতিবেদন অনুসারে দাবি পরিশোধে জন্য কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে নির্দেশ দেয় আইডিআরএ। তবে গত ১৯ এপ্রিল এ আদেশটি রিভিউ চেয়ে আবেদন করে বীমা কোম্পানিটি। এ প্রেক্ষিতে গত ১৬ মে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ১ম জরিকারি ও ২য় জরিপকারীদের নিয়ে শুনানী করে আইডিআরএ। শুনানীতে ১ম সার্ভেয়ারের বিরুদ্ধে বীমা আইন লঙ্ঘন ও জরিপের সময়ে অবহেলা ও অপেশাদারিত্বের প্রমাণ মেলে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিপকারী প্রতিষ্ঠান মেসার্স বাল্টিক কন্ট্রোল (বিডি) লিমিটেড এবং দি ইঞ্জিনিয়ার্স ইন্সপেকশনের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আইডিআরএ। একই সঙ্গে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে দাবির ২৪ কোটি ৪৬ লাখ ৬ হাজার ৯৪৪ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। রিভিউ খারিজ আদেশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ হলে বীমা আইন ২০১০ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বীমাখাতের এ নিয়ন্ত্রক সংস্থা। ৬ জুন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সকে এ বিষয়ে দেয়া চিঠি দেওয়া হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়