শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ০৩:৩৪ রাত
আপডেট : ১৪ জুন, ২০১৮, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ আনন্দে মাতছেন সুনামগঞ্জের হাওরবাসী

ডেস্ক রির্পোট: দুই বছর পর ঈদের আনন্দের স্বাদ পেতে যাচ্ছে সুনামগঞ্জের হাওর পাড়ের মানুষেরা। গত কয়েক বছর বছরের একমাত্র ফসল হারানো হাওর পাড়ের মানুষের ঈদ কিংবা অন্যান্য উৎসব ছিল দুঃখ কষ্টে ভরা। তবে এবার হাওরগুলো সোনালী ফসলে ভরে যাওয়ায় আবারো মানুষের মনে এসেছে নতুন উদ্যম আর আনন্দ। সবাই ব্যস্ত  ঈদের আনন্দ উদযাপনে।

শনির হাওর পাড়ের বেশিরভাগ নারীর চোখেমুখে এখন শুধু আনন্দের ঝিলিক। কারণ কয়েক বছর পর হাওরবাসীর ঘরে ঘরে ফসলে ভরে যাওয়ায় নারী-পুরুষ ও শিশু সবই ব্যস্ত দিন কাটাচ্ছেন ঈদের কেনাকাটা নিয়ে।

তারা বলেন, এবার ফসল ভালো হয়েছে। নিজেদের জন্য কেনাকাটার পাশাপাশি অন্যদেরও কিছু দেয়ার চেষ্টা করেছি।

ঈদের কেনাকাটায় ব্যস্ত ব্যবসায়ীরা। ভালো বেচাকেনায় তারাও খুশি। বসে নেই দর্জির দোকানগুলো। তারাও শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

তারা বলেন, এ বছর মানুষের অভাব কিছুটা কম, বিক্রি অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো। আমাদের ব্যবসার অবস্থাও মোটামুটি ভালো।

গত বছর বানের পানিতে হাওরের জমির পুরো ফসলই নষ্ট হয়ে যায়। আগের বছরও একই পরিস্থিতির শিকার হয়েছিলেন হাওরবাসী।  এতে নিঃস্ব হয়ে পড়েন হাওর পাড়ের পাঁচ লাখ মানুষ ।  তবে এবার বোরো মৌসুমে দু’লাখ ২৩ হাজার হেক্টর জমির বোরো ফসল ঘরে তুলেন হাওর পাড়ের মানুষেরা।

বন্যার কারণে বিগত বছরগুলোতে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারেনি সুনামগঞ্জের হাওর পাড়ের মানুষেরা। এবার বাম্পার ফলস হওয়ায় সবার ঘরে ঘরে খুশির বন্যা। একই সাথে ঈদ উদযাপনে তারা প্রস্তুত নতুন কাপড় নিয়ে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়