শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ০৩:০৪ রাত
আপডেট : ১৪ জুন, ২০১৮, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিন্তার বিষয় নতুন করে মুক্তচিন্তার মানুষদের হত্যা শুরু হলো কিনা: আফসান চৌধুরী

নাজমুল ইসলাম: যে প্রকাশককে হত্যা করা হয়েছে কেউ আসলে বলতেই পারছে না তাকে কেন হত্যা করা হয়েছে । লোকের সন্দেহ তিনি মুক্তমনা ও ব্লগার ছিলেন বলেই তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে মুক্তমান লেখক, ব্লগার ও প্রকাশক হত্যা করে এখনো পর্যন্ত কেউ পার পেয়ে যেতে পারেনি। মুক্তচিন্তার মানুষদের যারা আক্রমণ করেছিল তারা সবাই ধরা পরেছে। এবং আইনের আওতায় নিয়ে বিচার কার্যক্রম শুরু করছে সরকার। এখন হঠাৎ করে লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুর মতো মানুষকে কেন হত্যা করা হলো বুঝতে পারছি না। তবে নিশ্চয় আমাদের জন্য চিন্তার বিষয় নতুন করে মুক্তচিন্তার মানুষদের হত্যা শুরু হলো কিনা। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন গবেষক ও সিনিয়র সাংবাদিক আফসান চৌধুরী।

তিনি বলেন, যতটুকু তথ্য আমার জানা আছে, জঙ্গিবাদের বিরুদ্ধে সকল অভিযান বাংলাদেশ সরকার ও প্রশাসন অত্যন্ত সফল হয়েছে। বেশিভাগ জঙ্গি সংগঠন এখন নিষ্ক্রিয়। তবে নতুন করে আবার তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। একটা ঘটনা নিয়ে আমাদের না চিন্তা করাই উচিত, অপেক্ষা করতে হবে আসলে আর কিছু হয় কিনা।

তিনি আরও বলেন, গত নির্বাচনের আগে যখন ব্লগার মারা হচ্ছিল, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল বা করেনি তাদের সঙ্গে হত্যাকারী বা জঙ্গিদের কোনোপ্রকার সরাসরি সম্পর্ক ছিল না। এই জঙ্গি হামলার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খোঁজার মানে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়