শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ১০:১৪ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০১৮, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় বাদশা হত্যার প্রধান আসামী গ্রেফতার

সুজন কৈরী: রাজধানীর বাড্ডা মাছ বাজারে বহুল আলোচিত বাদশা হত্যার অন্যতম প্রধান আসামী মো. আহাদুজ্জামান ওরফে সবুজকে (৩২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  বুধবার রাত ৯ টার দিকে তাকে গ্রেফতার করে ডিবি উত্তরের একটি টিম। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবাও উদ্ধার করেছে ডিবি পুলিশ।

ডিবি উত্তর বিভাগের এডিসি গোলাম সাকলায়েন সিথিল জানান, সবুজ মূলত একজন ইয়াবা ব্যবসায়ী। এছাড়াও বিভিন্ন সময়ে শীর্ষ সন্ত্রাসী নূরী’র ছত্রছায়ায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিত। বাদশা হত্যাকান্ডের আগে নূরীর নির্দেশনায় টাকা পাওয়ার শর্তে সবুজও অংশগ্রহন করে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারী বাড্ডা মাছ বাজারে বাঁশ পট্টির কাছে জনৈক বাদশাহ জনসম্মুখে গুলিবিদ্ধ হয়ে নৃশংসভাবে খুন হন। টাকা পয়সা লেনদেন ও প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময়ই জনতার সহয়তায় পুলিশ শীর্ষ সন্ত্রাসী নূরীকে অস্ত্রসহ গ্রেফতার করে। পরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে নূরী বন্দুকযুদ্ধে নিহত হয়।

নূরী ছাড়াও এ ঘটনায় আরো ৫/৬ জন অংশ নিয়েছিল। হত্যাকান্ডে অংশগ্রহনকারী আরিফকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এরপর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ডিবি সূ‌ত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড্ডা মাছ বাজারে বাদশা হত্যাকান্ড সম্পর্কে পুরো বৃত্তান্তসহ ঘটনার দায় স্বীকার করেছে সবুজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়