শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৪ জুন, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসদের কমরেড জাহেদুল হক মিলুর প্রতি শ্রদ্ধা

আদম মালেক : গতকাল বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলুর মৃত্যুতে তোপখানা রোডে পার্টি কার্যালয়ের সামনে তাঁর মরদেহের প্রতি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষে দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতন।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপদেষ্টামণ্ডলীর সদস্য মঞ্জুরুল আহসান খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, শ্রমিক বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান বাদশা, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোসতাক আহমেদ, রফিকুল ইসলাম প্রতিক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র আব্দুল মালেক রতন, বাসদ (মার্কসবাদী)’র সদস্য শুভ্রাংশু চক্রবর্ত্তী, আলমগীর হোসেন দুলাল, মানস নন্দী, ঐক্য ন্যাপ এর পক্ষে সভাপতিম-লীর সদস্য এসএমএ সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূইয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যক্ষ আব্দুস সাত্তার, সম্পাদক ম-লীর সদস্য আজিজুল হক। আরও শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন,

বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এসএমএ সবুর ও সাধারণ সম্পদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো,সাধারণ সম্পাদক শম্পা বসু, মুক্তা বিশ্বাস,প্রগতিশীল আইনজীবী ফ্রন্টের এ্যাডভোকেট জহিরুল ইসলাম মোল্লা ও বিমল চন্দ্র সাহা প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানসহ অন্যান্যরা। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের মাধ্যমে সমাবেশ শেষে কমরেড জাহেদুল হক মিলুর মরদেহ কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করলে নেতা-কর্মীরা লাল পতাকায় সজ্জিত শোভাযাত্রা করে তোপখানা রোড, পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাব ঘুরে মৎস্য ভবন পর্যন্ত এগিয়ে দেয়।

কমরেড জাহেদুল হক মিলু ১৯৫৪ সালের ৭ আগস্ট কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বেপারীর হাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুর আজিজুল হক এবং মাতা মরহুম বেগম জহুরা হক। তিনি ১৯৭০ কুড়িগ্রাম রিভারভিউ হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৭২ সালে কুড়িগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। হাইস্কুলের ছাত্র থাকাকালীন সময়ে তিনি অবিভক্ত ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৭২ সালে কুড়িগ্রাম মহকুমার জাসদ ছাত্রলীগের সাংগঠনিক জেলার প্রথম কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন। ১৯৮০ সালে বাসদ গঠিত হলে কুড়িগ্রাম মহকুমার পাঠচক্র কমিটির সমন্বয়ক নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালে জেলা বাসদের সম্মেলনে দলের আহ্বায়ক এবং একই বছর পার্টির কেন্দ্রীয় কনভেনশনে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতির ও দায়িত্ব পালন করেন। শ্রমিক ফ্রন্টের সভাপতি হিসাবে তিনি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা হিসাবে দেশের শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেন।

মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দলের জেলা আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য, শ্রমিক ফ্রন্টের সভাপতি ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি রাজনৈতিক জীবনে ভারত, নেপাল, মালয়েশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক, রাজনৈতিক ও শ্রমিক সম্মেলনের অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়