শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ০৭:২৪ সকাল
আপডেট : ১৪ জুন, ২০১৮, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার চিকিৎসায় কারাগারের চিকিৎসক-নার্সদের ঈদের ছুটি বাতিল

সুজন কৈরী : সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে চিকিৎসা নেয়ার বিষয়ে মতামত জানতে আজ বৃহস্পতিবার যেকোনো সময় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবে কারা কর্তৃপক্ষ। তার মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এছাড়া খালেদা জিয়ার শারিরীক অসুস্থতা বিবেচনায় সর্তকতার অংশ হিসেবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে সিএমএইচে ‘অন কল’ ডিউটিরত চিকিৎসক এনেও চিকিৎসা প্রদানের ব্যবস্থা করবে কারা কর্তৃপক্ষ।

কারাসূত্র জানায়, গত মঙ্গলবার কারা কর্তৃপক্ষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) খালেদা জিয়া চিকিৎসা গ্রহণে অস্বীকৃতি জানান। এরপর তার পরিবারের সদস্যরা বেসরকারি ইউনাটেড হাসপাতালে নিজ খরচে চিকিৎসা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেন। পরে মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষ কারাগারে খালেদা জিয়ার কাছে সিএমএইচে চিকিৎসা গ্রহণে রাজি আছেন কি না তা জানতে চান। কিন্তু খালেদা জিয়া এ বিষয়ে কোনো মতামত দেননি। পাশাপাশি পরে মতামত দেবেন বলে কারা কর্মকর্তাদের জানান।

সূত্র জানায়, কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে কোনো প্রকার গাফিলতি যাতে না হয় তার সব প্রস্তুতি নিয়ে রেখেছে। সূত্র জানায়, ঈদের আগে খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো প্রকার অবনতি ঘটলে সঙ্গে সঙ্গেই যেন চিকিৎসকের পরামর্শ ও হাসপাতালে পাঠানো যায় তার ব্যবস্থার করে রেখেছে।

জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে বিশেষ কারাগারে দায়িত্বরত কারাগারের চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল করেছে কারা কর্তৃপক্ষ। সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবার ও স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা থাকবে। এছাড়া স্বজনদের নিয়ে আসা সকল প্রকার খাবার পরীক্ষাপূর্বক খালেদা জিয়াকে খেতে দেয়া হবে।

কারাসূত্র জানায়, প্রথম শ্রেণীর বন্দি হিসেবে ঈদে খাবারসহ সার্বিক সুযোগ-সুবিধা পাবেন খালেদা জিয়া। এরবাইরে পছন্দের খাবার হিসেবে তাকে বিশেষ খাবারের তালিকা প্রদান করা হবে। এর বাইরেও কোনো খাবার খেতে চাইলে তাকে তা রান্না করে দেয়া হবে বলে জানা গেছে।

এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, বৃহস্পতিবার কারাগারে খালেদা জিয়ার কাছে সিএমএইচে চিকিৎসা গ্রহণের বিষয়ে কারা কর্মকর্তাদের পাঠানো হবে। একজন ডিভিশনপ্রাপ্ত বন্দি হিসেবে সুচিকিৎসার স্বার্থে প্রয়োজনে আমি নিজেও চিকিৎসা সম্পর্কিত মতামত জানতে চাইবো। যদি তিনি সিএমএইচে যেতে রাজি থাকেন তাহলে তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাই করা হবে। এমনকি যেকোনো সময় অসুস্থ হলে তার জন্য চিকিৎসক-নার্সসহ হাসপাতালে নিয়ে যাওয়ার সার্বিক ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সবকিছু নির্ভর করছে খালেদা জিয়ার মতামতের উপর। আমরা তার চিকিৎসা প্রদানে সর্বোচ্চ সর্তক রয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়