শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ০৩:৫১ রাত
আপডেট : ১৪ জুন, ২০১৮, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেট নিয়ে চূড়ান্ত মন্তব্য এখনি নয়

কাজী আসহাবুল রহমান (সাদিক) : প্রস্তাবিত বাজেট সম্পর্কে চূড়ান্ত মতামত প্রকাশের জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। এখনি এই বাজেট সম্পর্কে চূড়ান্ত মন্তব্য বা এই বাজেটের ভবিষ্যত নিয়ে কথা বলা ঠিক হবে বলে আমি মনে করি না। কেননা, প্রস্তাবিত বাজেটের ওপর বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং জনসাধারণের প্রতিক্রিয়া যাচাই-বাছাই করার পরে এই বজেট পরিবর্তন, পরিবর্ধন করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। কারণ, আমরা এখন যে বাজেট দেখতে পাচ্ছি, এটা চূড়ান্ত বাজেট নয়। তাই বাজেটের যে অশংগুলো জনস্বার্থে ও দেশের উন্নয়নে পরিবর্তন করা প্রয়োজন সেবিষয় গুলোর ওপর দৃষ্টিপাত করে আলোচনার মাধ্যমে সরকারের দৃষ্টি আর্কষন করা জরুরি বলে মনে হচ্ছে।

কিন্তু একটা বড় অংশ সার্বিক বাজেটের বাস্তবায়ন এবং ভবিষ্যত নিয়ে এমনভাবে আলোচনা-সমালোচনা বা মতামত দিতে শুরু করেছে, যার ফলে পরিবর্তনের আবেদন রাখা অংশগুলো আলোচনার আড়ালে চলে যাচ্ছে। এভাবে অপ্রোয়োজনীয় বক্তব্য এমন করে চলতে থাকলে লাভের বড় অংশ মাঠে থেকে যাবে, ঘরে আর তুলা হবে না। তাই এখন সার্বিক বাজেটের ভবিষ্যত নিয়ে সমালোচনা না করে পরিবর্তনের আবেদন রাখা অংশটুকুতে জোর দিলে আলোচনা দেশের উন্নয়নের জন্য সহায়ক হবে বলে মনে করি।

পরিচিতি : বিশ্ববিদ্যালয় শিক্ষক ও চেয়্যারম্যান, ডমিনেটর্স/ মতামত গ্রহণ: লিয়ন মীর/ সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়