শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ০৩:২৯ রাত
আপডেট : ১৪ জুন, ২০১৮, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের সতর্কবার্তা লঙ্ঘণ করে হুদাইদা বন্দর নগরীতে সৌদি জোটের হামলা অব্যাহত

নূর মাজিদ: ইয়েমেনের সবচাইতে গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদাইদা নিজেদের দখলে নিয়ে আসতে সেখানে তীব্র আক্রমণ অভিযান পরিচালনা করছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার সকাল থেকে এই আক্রমণ অত্যন্ত তীব্র আকার ধারণ করেছে। বিশেষত সকাল থেকেই হুদাইদা নৌ ও বিমান বন্দর লক্ষ্য করে তীব্র গোলাবর্ষণ করেছে সৌদি জোট। এই গুরুত্বপূর্ণ বন্দর নগরী দখলে আসলে ইয়েমেনে মানবিক বিপর্যয় ঘটবে জাতিসংঘের এমন সতর্কবার্তা অগ্রাহ্য করেই সেখানে এই সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই হামলায় সৌদি জোটের সদস্য দেশগুলি একই সঙ্গে আকাশ ও জলপথে বিমান ও নৌবাহিনীর সাহায্যে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার প্রেস টিভি জানায়, সাম্প্রতিক এই অভিযানে সৌদি জোটের অন্যতম সদস্য আরব আমিরাত নেতৃত্ব দিচ্ছে। এছাড়াও তাদের সঙ্গে সৌদি সমর্থিত সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আবু মনসুর হাদির মিলিশিয়া বাহিনীও যোগদান করেছে।

তবে, দেশটির হুথি আনসারুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে বন্দর নগরীটির সুরক্ষায় অজ¯্র সাধারণ নাগরিক স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে যোগ দিয়েছে। মূলত জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সাহায্য সংস্থার মাধ্যমে এই বন্দর হয়েই ইয়েমেনে মানবিক ত্রাণ সহায়তা আসে। সৌদি জোট এই বন্দর নগরী দখল করে সেই সাহায্যের রাস্তা বন্ধ করে দিতে পারবে। এই নিয়ে একাধিকবার জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করলেও সৌদি জোটের মিত্র যুক্তরাষ্ট্র এই বিষয়ে বরাবরই নীরব রয়েছে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়