শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ১৪ জুন, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ি ফেরার নিরাপত্তা দিতে পুলিশের সঙ্গে কাজ করছে পরিবহণ মালিক-শ্রমিক

সুজন কৈরী : পবিত্র ঈদকে সামনে রেখে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দে মিলিত হতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদে যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি পৌছাতে পুলিশের সঙ্গে কাজ করছে পরিবহণ মালিক-শ্রমিক।

বুধবার সকালে আন্তঃজেলা বাসটার্মিনাল সায়দাবাদ পরিদর্শন শেষে এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি সকলকে আগাম ঈদ শুভেচ্ছা জানান।

ডিএমপি কমিশনার বলেন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে নগরবাসী ঈদ উদযাপনের জন্য বাড়ি যাচ্ছেন। আপনাদের নিরাপত্তা দিতে ২৪ ঘন্টা তৎপর রয়েছে ডিএমপি’র প্রতিটি সদস্য। ঈদকে ঘিরে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। অজ্ঞানপার্টি, মলমপার্টি,টানাপার্টি ও ছিনতাইাকারীদের বিরেুদ্ধে ডিএিমপি কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। টিকেটের অধিক মূল্যের বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনার বলেন, পরিবহণ মালিকদেও সঙ্গে কথা বলেছি, তারা অতিরিক্ত ভাড়া নেবে না বলে নিশ্চয়তা দিয়েছে। কালোবাজারিদের ধরতে আমরা কাজ করছি।

নগরবাসী বাড়ি থেকে ফেরার আগ পর্যন্ত মহানগরের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নে কমিশনার আরো বলেন, সবার সহযোগীতায় ডিএমপি একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে যাবে। ঈদে তালাবন্ধ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিজস্ব সিকিউরিটিগার্ড রাখতে সবার প্রতি আহŸান জানান। সিকিউরিটি গার্ডের সঙ্গে সমন্বয় করে পুলিশ নিরাপত্তা দিবে।

এর আগে ডিএমপি কমিশনার সায়দাবাদ টার্মিনালে এসেই বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করে যাত্রীদের পুরো সেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। তিনি বিভিন্ন গাড়িতে উঠে যাত্রী ও চালকের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন। এ সময় ট্রাফিক নির্দেশনামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) কৃষ্ণ পদ রায়, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজ উদ্দিন আহমেদ, ট্রাফিক ও ক্রাইম বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার এবং শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়