শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বিঘ্নে ঢাকা ছাড়ছে যাত্রীরা

কায়েস চৌধুরী: ঈদকে সামনে রেখে পরিবারের সাথে ঈদ উদযাপনে নির্বিঘেœ ঢাকা ছাড়ছে মানুষ। বাস টার্মিনালে এবার যাত্রীদের ভিড় খনিকটা কম দেখা যাচ্ছে। রাস্তাঘাটের ভগ্নদশা, যানজটের আশঙ্কা এবং রেলভ্রমনকে নিবিঘœ ভেবে বাস কাউন্টারেৃ যাত্রীর উপস্থিতি কিছুটা কম বলে সংশ্লিষ্টরা জানান।

ভিড় না থাকার কারণ হিসেবে বাস পরিবহন কোম্পানিরা বলেন, রাস্তা খারাপ থাকার কারণে ভিড়টা তুলনামূলক বেশি ছিল। এখন রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে ঈদে ঘরমূখী মানুষের যাতায়াতের সুবিধার জন্য। হয়তো এ বছর ভিড় অনেক কম হচ্ছে। আর গাড়ি সিডিউল মতো যাচ্ছে। এখন পযর্ন্ত কোন গাড়ি সিডিউলের হেরফের হয়নি।

পরিবহন কোম্পানিরা আরও বলেন, জ্যাম লাগার অন্যত্তম কারণ দূঃর্ঘটনা। হঠাৎ দূঃর্ঘটনা ঘটলে জ্যাম লাগতে পারে। ড্রাইভারের কারণে জ্যাম লাগে।

যাত্রীরা জানায়, আগে থেকেই যানজটের কথা চিন্তা করে অনেকেই পরিবারের নারী এবং শিশুদের আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় এবং কলেজে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকায় তারা আগেই বাড়ি চলে গেছে।

কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ বলেন, বাস স্ট্যান্ডগুলোতে ঘরমুখী মানুষের ভিড় বাড়ায় যাত্রীদের হয়রানি ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের একাধিক টিম সড়কে দায়িত্ব পালন করছে।বাস স্ট্যন্ডগুলোতে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়