শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ১২:৩০ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০১৮, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসের সবচেয়ে বড় আইপিও নিয়ে আসছে সৌদি আরামকো

আসিফুজ্জামান পৃথিল : পৃথিবীর বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি সৌদি আরামকো ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নিয়ে বাজারে আসছে। এই আইপিও’র সম্ভাব্য পরিমাণ হতে পারে দেড় ট্রিলিয়ন ডলার! এদিকে কোম্পানিটি বিশ্বজুড়ে তেল শোধনাগার তৈরীতে অংশীদার খোঁজায় মন দিয়েছে।

আগামী বছরে ইতিহাসের সবচেয়ে বড় এই আইপিও নিয়ে বিশ্বের বৃহৎ পুঁজিবাজারগুলোতে তালিকাভুক্ত হবার কথা রয়েছে আরামকোর। নিজেদের ভবিষ্যত শেয়ারের অবস্থান শক্তিশালী করতে বিশ্বজুড়ে বিভিন্ন তেল শোধনাগারে বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি রাজ পরিবারের নিয়ন্ত্রনাধীন এই কোম্পানিটি। এই বছর কোম্পানিটি চীন, ভারত এবং মালেয়শিয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই সাথে দেশগুলোতে তারা নতুন নতুন অংশীদারের অনুসন্ধান করছে। আরামকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল জাদাইমি রয়টার্সতে এইকথা জানিয়েছেন।

বর্তমানে আরামকো দৈনিক ৫ মিলিয়ন ব্যারেল জ্বালানী তেল উৎপাদন করে। তারা সংখ্যাটি ৮ থেকে ১০ মিলিয়ন ব্যারেলে নিয়ে যেতে আগ্রহী। আব্দুলআজিজ আরো জানান আরামকো ২০৩০ সালের মধ্যে অপরিশোধিত তেলের উৎপাদন দ্বিগুণ করতে চায়। কোম্পানিটি এখন দৈনিক ১০ মিলিয়ন অপরিশোধিত জ্বালানী উৎপাদন করে। তিনি বলেন, ‘আমদের পরিকল্পনা খুবই সাধারণ। আমরা প্রতিদিন ৮-১০ মিলিয়ন ব্যারেল পরিশোধন ক্ষমতায় পৌছাতে চাই। এবং রাসায়নিক খাতে আমরা ২০৪০ সালের মধ্যে সবার উপরে অবস্থান করতে চাই।’ দাহরানে আরামকোর প্রধান কার্যলয়ে দেয়া স্বাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘আমরা একটি শক্তিশালী বাজার তৈরী করতে চাই। এবং নিজেদের চাহিদা বাড়াতে আমাদের আরো উন্নতি করতে হবে।’ - রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়