শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৬:০৯ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-কিম ‘সফল’ বৈঠকের উচ্ছ্বসিত প্রশংসায় উ.কোরীয় সংবাদমাধ্যম!

সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনের বৈঠককে অত্যন্ত সফল হিসেবে বিবেচনা করে এর উচ্ছ্বসিত প্রশংসায় ভেসে গেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার সিঙ্গাপুরে ঐতিহাসিক ট্রাম্প-কিম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, এই প্রথম উত্তর কোরীয় গণমাধ্যমে ট্রাম্প-কিমের ছবি একসাথে প্রকাশ পেতে দেখা গেলো।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-কেসিএনএ তাদের বুধবারের সংখ্যায় ট্রাম্প-কিম বৈঠককে পিয়ংইয়ংয়ের জন্য একটি অনেক বড় বিজয় হিসেবে উল্লেখ করে। পত্রিকাটি তাদের প্রথম পৃষ্ঠায় বৈঠকটিকে ‘শতাব্দীর সেরা বৈঠক’ হিসেবে শিরোনাম করে বলেছে, ট্রাম্পের ঘোষণায় উত্তর কোরিয়ার জন্য বিশেষ ছাড়ের উল্লেখ ছিলো।

প্রসঙ্গত, মঙ্গলবার সিঙ্গাপুরে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার কাছ থেকে পরমাণু নিরস্ত্রীকরণে যথেষ্ট আস্থা অর্জন করতে পারলে কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া বন্ধের বিষয়ে বিবেচনা করে দেখবেন তিনি। এছাড়া, উত্তর কোরিয়াকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে আলোকপাতসহ দেশটির সাথে সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে এর ওপর থেকে পর্যায়ক্রমে অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দেন ট্রাম্প।

কেসিএনএ জানায়, কিম জং-উন ও ট্রাম্পের দৃঢ় বিশ্বাস ছিল যে, কোরিয়ান উপদ্বীপের শান্তি, স্থিতিশীলতা স্থাপন এবং দ্বন্দ্ব অবসানে ধাপে ধাপে যুগোপযোগী নীতি অবলম্বন গুরুত্বপূর্ণ। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়