শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৫:১৪ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উ.কোরিয়া বিষয়ে ‘অনড়’ অবস্থানেই পেন্টাগন!

সান্দ্রা নন্দিনী: কোরিয়া উপদ্বীপে সামরিক মহড়া বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরও নিজেদের আগের ‘অনড়’ অবস্থান সম্পর্কে মিত্রদের নিশ্চিত করেছে মার্কিন সামরিক সদরদপ্তর পেন্টাগন। মঙ্গলবার সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর কোরীয় উপদ্বীপে মার্কিন সামরিক মহড়া বন্ধের কথা জানান ট্রাম্প।

ট্রাম্পের এ সিদ্ধান্ত উত্তর কোরিয়ার জন্য একটি বিশেষ ছাড় হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে, হঠাৎ এ ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছে মার্কিন মিত্রদেশগুলো।

এদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-কেসিএনএ জানায়, ট্রাম্পের কাছ থেকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ আশা করছেন কিম।

সংস্থাটি জানায়, কিম মার্কিন প্রেসিডেন্টকে কোনও এক সুবিধাজনক সময়ে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে কিমকে যুক্তরাষ্ট্র সফরে আসার কথা বলেছেন ট্রাম্পও। দুইনেতাই স্বতঃস্ফূর্তভাবে একে অপরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

কেসিএনএ প্রতিবেদন অনুযায়ী কিম বলেন, অতি শীঘ্র একে অন্যের বিরুদ্ধে চলা সামরিক কার্যক্রম বন্ধ একটি অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, দুইদেশেরই একে অপরের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পরিহার করা উচিৎ। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়