শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৪:২৬ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেয়ারম্যানের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটের ৪নং কুলিয়া ইউপি চেয়ারম্যান মো. বাবলু মোল্লার বিরুদ্ধে গরীবের চাল চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার গুদাম সিলগালা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মামুন আল ফারুক।

গোপন সুত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে উক্ত ইউপি’র গোডাউনে গিয়ে গরীবের মাঝে বিতরণের জন্য মজুদ/রক্ষিত ভিজিএফ’র চালের বস্তা গণনা করে ১১বস্তা/৫৫০’কেজি চাল কম পান উক্ত ইউএনও। পরে তিনি ওই গোডাউন সিলগালা করেন। এবিষয়ে নাম প্রকাশ না করার অনুরোধে উক্ত ইউপি’র কয়েক পুরুষ ও মহিলা মেম্বার বলেন, চেয়ারম্যান বাবলু মোল্লা অত্র ইউপি’র সকল প্রকল্প/কাজের টাকা আত্মসাৎ করে চলেছেন।

কেবল বিএনপি পন্থী দুইজন মেম্বার ছাড়া অন্য কোন মেম্বার’কে কোন কাজ/সুযোগ দেন না তিনি। তাছাড়া ওই দুই মেম্বারকে সঙ্গে নিয়ে হেন অপরাধ নেই যা তিনি করেন না।

উপজেলা নির্বাহী অফিসার মামুন আল ফারুক বলেন, তিনি কুলিয়া ইউপি’র গুদামে ভিজিএফ’র ১১ বস্তা চাল কম পেয়ে গুদামটি সিলগালা করেছেন।

অভিযুক্ত চেয়ারম্যান মো. বাবলু মোল্লা এ প্রতিবেদক কে বলেন, তিনি কোন অপরাধ করেনি, তার ইউপি এলাকায় মোট দুই হাজার এগারো ব্যক্তির মাঝে বিতরণের জন্য দশ কেজি করে চাল (ভিজিএফ) বুঝে পেয়েছেন। পরিবহণ খরচ বাবদ মাত্র ৫০০’কেজি চাল বিক্রি করেছেন। তাতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়