শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৫:৪০ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-কিমের বৈঠককে বিশ্ব স্বাগত জানালেও মন্দ শুনতে হচ্ছে ট্রাম্পকে

রাকিব খান : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের বৈঠককে সারাবিশ্ব স্বাগত জানিয়েছেন। তবে উত্তর কোরিয়াকে দেয়া কিছু প্রতিশ্রুতির জন্য নিন্দামন্দও শুনতে হচ্ছে ট্রাম্পকে।

এদিকে দক্ষিণ কোরিয়া বলছে, এই বৈঠকের মাধ্যমে শান্তি ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কিন্তু একই সাথে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া ঘোষণা ছিলো বিস্ময়কর।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া বন্ধ করতে হবে এটি উত্তর কোরিয়ার দীর্ঘদিনের দাবি। ফলে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের সামনে এই দাবি মেনে নেয়া ছাড়া আর কোনো রাস্তা ছিলো না। কিন্তু সেটি দক্ষিণ কোরিয়ার মনপুত হয়নি।

এদিকে চীন বলেছে, এই বৈঠকের মাধ্যমে উত্তর কোরিয়ার উপর আরোপিত অবরোধ শিথিল হবার পথ উন্মুক্ত হলো। তবে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে কোরিয় উপ-দ্বীপকে পারমানবিক অস্ত্রমুক্ত করার এই চুক্তির অন্য উদ্দেশ্যও থাকতে পারে।

পারমানবিক অস্ত্র ধ্বংস করার দেড় পৃষ্ঠার স্বাক্ষরিত দলিলটির শর্তানুযায়ী উত্তর কোরিয়া তার পারমানবিক অস্ত্র ত্যাগ করবে। বিনিময়ে তাকে পূর্ণ নিরাপত্তা দিবে যুক্তরাষ্ট্র। কিন্তু এই চুক্তিতে বলা হয়নি কিভাবে সেই কাজটি হবে, কিংবা শর্ত দুই দেশ মেনে চলছে কি-না তা কিভাবে নিশ্চিত করা হবে।

এদিকে মি. ট্রাম্প যদিও বলেছেন তিনি মি. কিমকে বিশ্বাস করেন। তবে পরে আন্তর্জাতিক মানবিক সংস্থা বলেছে, তারা বিষয়টি যাচাই করার জন্য উত্তর কোরিয়ায় দল পাঠাবে। সামনের সপ্তাহে দুই দেশের আবারো আলোচনা শুরু হবার কথা রয়েছে। -বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়