শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০১৮, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে জেলা পরিষদ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাস ও চাঁদাবাজির মামলায় জয়পুরহাট জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর আলমকে (৩৭) গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোরে জয়পুরহাট থানা পুলিশ সদস্যরা তাকে জেলার সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে দুপুরে জেলহাজাতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সদর উপজেলার ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দীন মন্ডলকে হুমকি প্রদান করে আসছিলেন। কিন্তু দাবিকৃত চাঁদা না দেয়ায় একপর্যায়ে গত সোমবার রাত ১০টার সময় জাহাঙ্গীর আলম তার ১০/১৫ জন সহযোগী সঙ্গে নিয়ে চেয়ারম্যান ফয়েজ উদ্দীন মন্ডলের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর করে। এ ঘটনায় ওই রাতেই (সোমবার) ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দীন মন্ডল বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি,তদন্ত ) মো. মমিনুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্র: পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়