শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৭:০৯ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে কী থাকছে আরটিভিতে?

নিজস্ব প্রতিবেদক : ক’দিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষ্যে টিভি চ্যানেলগেুলো ভিন্নধর্মী আয়োজন করেছে। চলুন জেনে নেয়া যাক, কী থাকছে এবারের ঈদ আয়োজনে...

ঈদের আগের দিন

একক নাটক ‘রেড কার্ড ইয়োলো কার্ড’

মজনু ভাই পুরান ঢাকার নামকরা বড় ভাই। এলাকার সবার বিপদে সবার আগে থাকেন। বিয়ে করেননি। মজনু ভাইয়ের দুইটা দুর্বলতা ‘তার ছোট বোন গুলনাজ ও ফুটবল খেলা’। মজনু ভাই ও গুলনাজ আর্জেন্টিনা সাপোর্টার। এলাকার চকলেট বয় সজিব খান ও গুলনাজের মধ্যে প্রেমের সর্ম্পক। সজিব খান ও তার বড় বোন লায়লা ব্রাজিল সার্পোটার। সজিব ও গুলনাজের মিলনের একমাত্র বাধা ফুটবল খেলা। একদিন সজিব গুলনাজের সাথে দেখা করতে আসলে দেখে ফেলে মজনু ভাই। সজিব দৌড়ে পালায়, কিন্তু ধরা খেয়ে যায় মাসুদ। সজিবকে তাড়া করতে করতে মজনু ভাই সজিবের বাড়িতে এসে পড়ে। মজনু ভাই চিৎকার দিয়ে সজিবকে ডাক দিলে দরজা খুলে বেরিয়ে আসে সজিবের বড় বোন লায়লা। লায়লাকে দেখে তার প্রেমে পড়ে যায় মজনু। লায়লাও তাকে পছন্দ করে। মজনু ভাই লায়লাকে বিয়ে করার প্রস্তাব দেয়। প্রথমে সজিব রাজি না হলেও পরে রাজি হয় এক শর্তে তার সাথেও গুলজারকে বিয়ে দিতে হবে।

নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান। পরিচালনা করেছেন তপু খান। অভিনয় করেছেন মাজনুন মিজান, রুনা খান, ইরফান সাজ্জাদ, তানজিন তিশা প্রমুখ। প্রচার হবে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে।

ঈদের দিন

একক নাটক ‘মাছের দেশের মানুষ’
প্রায় ফাঁকা সৈকতে চেয়ারে বসে বড়শি হাতে শুভ। শুভ’র পেছনে কয়েকজন লোক তার কারবার দেখছে এবং নিজেদের মধ্যে কানাঘুষা করছে। জটলা দেখে দূরে সৈকতে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে আসে। মেয়েটির নাম অরু। সে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের টিচার।
শুভর বাবা মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তার বাবা কাতার থেকে ট্যাংকার ভর্তি তেল নিয়ে দেশে আসছিল, সাথে তার মাও ছিল। ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষার কারণে মা-বাবার সাথে যায়নি শুভ। আন্দামান সাগরে থাকা অবস্থায় জাহাজে বিস্ফোরণ হয় এবং তার বাবা-মা দুজনই মারা যান। তারপর থেকে শুভ যখন তার মা বাবার কাছে যেতে চাইত, তখন স্বজনরা বলতোÑ তার বাবা-মা সাগরে আছে। একবার শুভ’র প্রচ- জ্বর হয়। তারপর থেকে তার ব্রেনে সমস্যা হয় এবং অ্যাবনরমাল হয়ে যায়। একপর্যায়ে অরু শুভকে জানায়Ñ সে মাছেদের ভাষা জানে। শুভ’র ধারণা মাছেরা তার মা বাবার কাছে খবর দিতে পারবে। এভাবেই গল্প সামনের দিকে এগিয়ে যায়।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, হারুন প্রমুখ। প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৩৫ মিনিটে।

ঈদের ২য় দিন

একক নাটক ‘লং লিভ বজলুল’
পরিবারে ভুল বোঝাবুঝির ফলস্বরূপ তানিশা ডিসিশন নেয় সে আর ফাহাদ-এর সাথে সংসার করবে না। তানিশা রাগ করে তার মায়ের বাড়ি চলে যায়। অন্য দিকে তানিশার মা, যে কিনা আগেই এই সম্পর্কে নারাজ ছিল, সে তানিশাকে বুদ্ধি দেয় ফাহাদকে তালাক দিতে। এই সূত্র ধরে তাদের পরিচয় হয় অ্যাডভোকেট বজলুল-এর সাথে। বজলুল তালাকের সব কাগজ প্রস্তুতের ফাঁকে তানিশার রাগ অভিমানের প্রেমে পড়ে যায়। এক এক করে যখন কাগজপত্র রেডি করতে থাকে বজলুল, তখন ফাহাদ বজলুল-এর কাছে গিয়ে জানায় যে, ফাহাদ তানিশাকে অনেক ভালোবাসে। আর রাগের কারণে এখন তানিশা ভুল সিদ্ধান্ত নিয়েছে। বজলুল সব অবজার্ভ করে করে তানিশার সাথে ফাহাদ-এর মিল করিয়ে দেয়।

এমন গল্পে তৈরি হয়েছে একক নাটক ‘লং লিভ বজলুল’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মনিরা মিঠু, হাসনাত রিপন প্রমুখ। আরটিভিতে প্রচার হবে ঈদের ২য় দিন রাত ৮টা ৩৫ মিনিটে।

ঈদের ৩য় দিন

একক নাটক ‘যমজ ৯’

নাটকের নাম যমজ। এ সিরিজে প্রতিবারই ভিন্ন ভিন্ন গল্প নিয়ে হাজির হন বাবা ও দুই ছেলে। দুই ছেলের একজন একটু বোকা আর অন্যজন চালাক-চতুর। সব সময় বাবা ও দুই ছেলের চরিত্রেই অভিনয় করে আসছেন মোশাররফ করিম।

‘যমজ ৯’-এ এবারো ভিন্ন গল্প নিয়ে এই বাবা ও দুই ছেলের চরিত্রে মোশাররফ করিমকে দেখবেন দর্শকেরা।

অনিমেষ আইচ’র রচনা ও আজাদ কালাম-এর পরিচালনায় ‘যমজ ৯’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, এ্যানি খান, মনিরা মিঠু, রুমী প্রমুখ। প্রচার হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮ টা ৩৫ মিনিটে।

ঈদের ৪র্থ দিন
একক নাটক ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনারত ইসতিয়াক জাফর মায়ের জরুরি ফোন পেয়ে ছুটছে গ্রামের বাড়িতে। বাসে সে চুপচাপ বসে আছে। তার অপর পাশের সিটে একজন বয়স্ক লোক। তার পাশে একজন সুন্দরী মেয়ে। মেয়েটার মুখ চিন্তার ছাপে ভরা।
সন্ধ্যায় ফেরিঘাটে আসার পর ইসতিয়াক পড়ে মহাবিপদে। ফেরিঘাটে স্ট্রাইক চলছে। এদিকে রাত হয়ে যাওয়ার কারণে ঘাটের পাশে সুগন্ধি বোর্ডিংয়ে ওঠে সে। যখন ঘুমাতে যাবে ঠিক তখনই দরজায় নক পড়ে। ইসতিয়াক দরজা খুলে দেখে একজন সুন্দরী মেয়ে উ™£ান্তের মতো দাঁড়িয়ে হেল্প চাইছে। ইসতিয়াককে কোনো কথা বলার সুযোগ না দিয়েই রুমের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর বোর্ডিংয়ের নীচ থেকে বিভিন্ন বোর্ডারের কণ্ঠ শোনা যায়। তারা পুলিশ পুলিশ বলে ছোটাছুটি করছে। ইসতিয়াকের দরজায় আবার নক হয়। দরজা খুলে দেখে পুলিশের দল দাঁড়িয়ে আছে।
এরপর আরো বিচিত্র ঘটনা ঘটতে থাকে। সেসব নিয়েই নির্মিত হয়েছে একক নাটক ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, আশিষ খন্দকার প্রমুখ।

আরটিভিতে নাটকটি প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ৮টা ৩৫ মিনিটে।

ঈদের ৫ম দিন

একক নাটক ‘যে মাসে সুখ থাকে’
রতন একটি অফিসে চাকরি করেন। হঠাৎ অনেক টাকা পেয়ে তার স্বাভাবিক চালচলনে বেশ পরিবর্তন আসে। যে কারণে তার কাছের মানুষগুলো একে একে তার কাছ থেকে দূরে চলে যায়। তার স্ত্রী কলিও এ নিয়ে অনেক বিরক্ত হয়। একসময় রতন উপলব্ধি করতে পারে, টাকাটাই সব নয়। বরং যে মাসে টাকা ছিল না সে মাসেই তার সুখ ছিল। তাই যার টাকা তাকে ফেরত দিতে যায় রতন। এগিয়ে যায় নাটকের গল্প।

মেহরাব জাহিদ রচিত ‘যে মাসে সুখ থাকে’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, মোনালিসা প্রমুখ। প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৮টা ৩৫ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন

একক নাটক ‘ঘাউড়া মজিদ হানিমুনে’
মজিদের বিয়ের পর হানিমুন করা হয়নি, তাই মজিদ তার স্ত্রী টুম্পাকে নিয়ে হানিমুনে যায়। সেখানে তাদের সাথে যায় সদ্য বিয়ে হওয়া রিনা আর জামাল দম্পতি। রিনা মজিদের ছোট বোন আর জামাল মজিদের ছোটবেলার বন্ধু। ছোট বোন রিনার সাথে জামালের সাথে বিয়ে হলেও মজিদ মন থেকে মেনে নিতে পারে না যার জন্য মজিদের হানিমুনটা খুব সুখকর হচ্ছে না । মজিদ এমনিতে খুব রাগী এবং ঘাউরা প্রকৃতির লোক। মজিদ সব সময় তার রাগ টুম্পার সাথে দেখানোর চেষ্টা করে। হানিমুনে কেউ মজিদের কথা না শোনার কারণে মজিদের মেজাজ যখন চরম খারাপ তখন রিসোর্টে টুম্পার দেখা হয় তার খালাতো ভাই মজনুর সাথে। এইসব দেখে মজিদ টুম্পাকে নিয়ে নিজেই সন্দেহের বীজ বপন করতে থাকে। আর হানিমুন করতে এসে তৈরি হয় নানা হাস্যকর ও মজার ঘটনা।
নাটকটি দেখতে চোখ রাখুন আরটিভির পর্দায়। প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টা ৩৫ মিনিটে। রচনা করেছেন আকাশ রঞ্জন। পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান প্রমুখ।

ঈদের ৭ম দিন

একক নাটক ‘ছোট ছেলে’
মাসুম শাহরিয়ার-এর রচনা ও আবু হায়াত মাহমুদ-এর পরিচালনায় আরটিভির ঈদ আয়োজনে প্রচারিত হবে বিশেষ একক নাটক ‘ছোট ছেলে’।

ছোট ছেলের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তৌসিফের বিপরীতে আছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এছাড়া আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, বাবা-মা এবং তিন ভাই বোন, রঞ্জু, রবিন, রুপা, বড় ভাইয়ের স্ত্রী মিতু। ছয়জনের পরিবার। বড় ভাইয়ের একার রোজগারে সংসার চলে। সংসারে টানাপোড়েন। ছোট ভাই রঞ্জু বিশ^বিদ্যালয়ে পড়ে। লেখাপড়াতে মনোযোগ নেই। পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করে। প্রতিনিয়ত তার নামে বাড়িতে বিচার আসে। রঞ্জু সকালে বাড়ি থেকে বের হয়ে রাত করে ফেরে। বাড়ির সবাই রঞ্জুকে নানা ভাবে তিরস্কার করে। কিন্তু সে থাকে তার মতো। কোনো কথা সে গায়ে মাখে না। বাবা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি এটাও সে জানতে পারে দু’ দিন পর। এর মধ্যে রঞ্জুর
গার্লফ্রেন্ড অনুর বিয়ে ঠিক হয়। এদিকে তখনই জানতে পারে বাবার অপারেশনের জন্যে বেশ কিছু টাকা লাগবে। বড় ভাই ভাবি টাকার জন্যে টেনশন করে। এতগুলো টাকা জোগাড় করা কোনোমতেই সম্ভব হচ্ছে না। এর মধ্যে অনু রঞ্জুকে বলে, আমি এখন কি করবো? এই
সিচুয়েশনে বিয়ে করার কথা ভাবতে পারে না রঞ্জু। অনুকে এড়িয়ে যায়। যোগাযোগ বন্ধ করে দেয়। অনু, হসপিটালে এসে রঞ্জুর ভাবির সঙ্গে দ্যাখা করে। কান্নাকাটি করে।

নাটকীয়তার মধ্যে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

নাটকটি আরটিভির পর্দায় দেখা যাবে ঈদের ৭ম দিন রাত ৮টা ৩৫ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়