শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমান ঋণখেলাপীর সূচনা করেছিলেন

ড. অনুপম সেন : আমাদের বাজেটের আকৃতি ক্রমশ বড় হচ্ছে, কিন্তু আমাদের বড় আকারের আয়করদাতা যারা আছেন, তাদেরকে আয়করের আওতায় আনা হয় না। এর কারণ হিসেবে উল্লেখ করা যায়,  ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন এবং লোন পরিশোধের সময় হলে তারা তাদের ব্যবসায় লোকসান দেখান, ব্যাংক কর্মকর্তাদের। এভাবে তারা নানাভাবে আয়কর থেকে ফাঁকি দিয়ে যাচ্ছে। কর দেয় সাধারণত মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত এবং অনেক সময় নিন্ম মধ্যবিত্তরা  কর দিয়ে থাকে। আমাদের জনগণের মধ্যে আয়করের প্রবণতাটা দিন দিন বাড়ছে।

আমাদের এখনো এ সংস্কৃতি গড়ে উঠেনি, যারা আয়কর দিচ্ছে তারা সমাজের, রাষ্ট্র্রের, সমাজের মানুষের কল্যাণের জন্য। রাস্তার কাজ এবং হাসপাতাল জনগণের আয়কর বা অন্যান্য করের উপর নির্ভর করেই চলে। আমাদের দেশে ৮০’র দশক থেকে একটি সংস্কৃতি গড়ে উঠেছে, তা হচ্ছে ঋণ খেলাপির সংস্কৃতি এবং এর সূচনা জিয়াউর রহমান সাহেব করেছেন। উনি টাকার কোনো সমস্যা নেই বলেছেন। কিছু প্রতিষ্ঠানকে সমান্য বলে তার উপর ভিত্তি করে সারা রাষ্ট্রের আনুকুল্য, তাদের বড় আকারের ঋণ দেওয়া হলো। সেই সব ঋণ আর পরিশোধ করা হলো না।

সেই থেকে ঋণ খেলাপির যে একটি সংস্কৃতি গড়ে উঠেছে, এই সংস্কৃতিটা এখন পর্যন্ত চলমান। ব্যাংক লুন্ঠনের শুরুটা তিনিই করেছেন। এসমস্ত কাজের জন্য বড় ব্যাংকগুলোই সমস্যায় পড়ে। উদাহরণ হিসেবে আমরা বিসিসিআই এর কথা বলতে পারি, তা কিন্তু পাকিস্তানি ব্যাংক, তা কিন্তু ফেল মারলো এবং বংলাদেশ এখন তা গ্রহণ করে ইবিএল নাম দিয়ে চালাচ্ছে।

পরিচিতি : উপদেষ্টা মন্ডলির সদস্য, আওয়ামী লীগ/মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়