শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাম্প্রদায়িকতা রুখতে বাউল দর্শন চর্চার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

রাজু আনোয়ার: বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও দেশে সাম্প্রদায়িকতার হুমকি বিরাজ করছে, এ সমস্যা সমাধানে তরুনদের সামাজিক ঐকতানের চেতনায় সংযুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

তিনি বলেন, সাম্প্রদায়িকতার হুমকি মোকাবেলায় মানুষের জীবনে বাউল দর্শন, মানবতার দর্শন, ভালোবাসা ও ঐক্যের চর্চা প্রয়োজন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কসমস সেন্টারে ‘বাউল দর্শন, সাহিত্য ও সঙ্গীত’ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সাম্প্রদায়িকতাকে এক ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে আখ্যা দিয়ে তিনি আরো বলেন, ধর্মের নামে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি এবং তাদের আলাদা করার অপচেষ্টা সাম্প্রতিক সময়ে তীব্র হয়ে দেখা দিয়েছে।

অতীতে বাউলরা কয়েকবার হামলার শিকার হয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা মনে হয় না এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এগুলো ছিল পরিকল্পিত হামলা। যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না তারাই বাউলদের ওপর এসব হামলা চালিয়েছিল।’

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেনভারের অর্থনীতির অধ্যাপক হায়দার এ খানের সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাহার খান। এতে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট লালন গবেষক ড. আনোয়ারুল করীম, বাংলা একাডেমির উপ-পরিচালক তপন কুমার বাগচি, লেখক ও গবেষক সুমন কুমার দাস এবং সঙ্গীত শিল্পী মাকসুদুল হক প্রমুখ।

উল্লেখ্য- বাউল দর্শন, সঙ্গীত ও সাহিত্য থেকে উদ্ভূত দর্শন কেমন করে আমাদের অসাম্প্রদায়িক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য গঠনে সাহায্য করেছে তা জানার জন্য এই সংলাপের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়