শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৪:০৬ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা টু বাংলাদেশ, টিকে থাকার শঙ্কা

কাকন রেজা : এইটা হলো ‘বাজেট কাল’। এখন আলোচনা সব বাজেট ভিত্তিক। কীসের দাম বাড়লো, কোনটার কমলো ইত্যাদি নিয়ে মাথা ঘামাবে আমজনতা। আর প্রবৃদ্ধি, বাজেটের উদ্বৃত্ত, ঋণ নির্ভরতা এসব নিয়ে ঘাম ঝরাবে অর্থনীতিবিদ আর সিপিডি ধরণের প্রতিষ্ঠানগুলো। সরকার বলবে খুব ভালো, বিরোধীরা বলবে খুব খারাপ। সব মিলিয়ে কদিন যাবে এমনটাই। মানুষ হিসাবে নীতি কিছুটা থাকলেও অর্থের ক্ষেত্রে নিজে পুরোপুরি ব্যর্থতম মানুষ। তাই বাজেট নিয়ে আলোচনার ইচ্ছা হলেও মন লাগে না। আর বয়সও হয়েছে, অর্ধশতকে দেখলামও তো কম না। সবই ‘যাহা বাহান্ন তাহাই তেপান্ন’। আমার এক ডাক্তার বন্ধু কাম ছোট ভাই সিগারেটের নিকোটিন কিংবা মদের অ্যালকোহলের মাত্রা প্রসঙ্গে কথাই বলেন, ‘বিষের আবার রকম ফের’।

সুতরাং বিষের রকম ফেরের আলোচনা না করে, তারচেয়ে সাহিত্যজন জাকির তালুকদারের বক্তব্য নিয়ে আলোচনা করি। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে শংকার কথা বলেছেন কানাডায় বাংলাদেশিদের অবস্থা নিয়ে। ফেসবুক ছাড়াও আমাদের সময় ডটকম প্রকাশ করেছে তার সে বক্তব্য। প্রয়োজনীয় বলেই হয়তো তা প্রকাশ করেছে মাধ্যমটি। জাকির তালুকদার লিখেছেন, ‘দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিরা দেশকে লুটেপুটে খেয়েছে, এরপর সেই লুটের অভ্যাস প্রয়োগ করতে যাবে কানাডায়, এবং ধরা খাবে। আর তাদের অপকর্মের কারণে সত্যিকারের যোগ্য বাংলাদেশীদের কানাডায় আসা কঠিন পড়বে।’ হয়তো পরিস্থিতির পর্যবেক্ষণ থেকেই জাকির তালুকদারের এমন আশংকা।

পরিস্থিতির নজদিকতা জানাতে তিনি আরো লিখলেন, ‘বিজনেস ক্যাটাগরির সুযোগ নিয়ে ২ ৫ কোটি টাকার বিজনেস ইনভেস্ট দেখিয়ে এই দেশে ঢুকে পড়ছে আমাদের দেশের বড় বড় চোর-ডাকাতরা। তাদের মধ্যে আছেন ডজন ডজন দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি, বেতনের সাথে সঙ্গতিহীন অর্থবিত্তের মালিক সামরিক-বেসামরিক আমলা, ব্যাংকের টাকা ফেরত না-দেওয়া কোটিপতি ব্যবসায়ী, গরীবের কথা বলে বিদেশ টাকা নিয়ে আসা এনজিও লর্ডরা।’

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাওয়া একজন মানুষের কথা এক ফুৎকারে উড়িয়ে দেয়ার কথা ভাবা যায় না বলেই ‘বাজেট কালে’ জাকির তালুকদারের আশংকা নিজের মনেও ঢুকে গিয়েছে। ওনার আশংকা কানাডায় অভিবাসী এবং ইচ্ছুক বাংলাদেশিদের নিয়ে। আমাদের মতন ছা-পোষা মানুষ, যাদের ঠিকানাটাই বাংলাদেশ, তাদের চিন্তা টিকে থাকা নিয়ে। তিনি যে বিবরণ দিয়েছেন, তাতে দেশের বিশাল অংক কালো টাকায় রূপান্তরিত কানাডায় চলে যাচ্ছে। যেহেতু কানাডার নতুন নিয়মে ২ ৫ কোটি টাকা বিনিয়োগেই সেখানে বসবাসের সুযোগ পাওয়া সম্ভব।

অল্পকজন কানাডা প্রবাসী বাংলাদেশি নিয়ে জাকির তালুকদারের চিন্তা যদি দুশ্চিন্তায় রূপ নেয়, তাহলে আমাদের ১৬ কোটিরও উপর আমজনতার চিন্তা কিসে রূপ নেবে! কজনের জন্যই যদি কানাডা বসবাস হুমকির সম্মুখিন হয়, তবে হাজারো ‘লর্ড, সেমি-লর্ড, কোয়ার্টার-লর্ড, লর্ডের হাতা, লর্ডের ছাতা’দের দয়ায় নিজ দেশে আমাদের বসবাস কিসের সম্মুখিন? জাকির তালুকদার’দের মতন চিন্তাশীলরা যখন দেশের বাইরে যান সঙ্গত কারণেই প্রবাসীদের জন্য চিন্তিত হন।

বিপরীতে চিন্তার সংক্রমনতায় আমজনতা শংকিত হই নিজ দেশে টিকে থাকা নিয়ে। সেই হেতুতেই বেঁচে-বর্তে থাকার চিন্তা যখন মাথায় থাকে তখন ‘বাজেট’ বা ‘অর্থনীতি’র গূঢ়তত্বে মানুষের মন লাগে না। লাগে না প্রেমের কবিতাতেও। ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি’, সুকান্ত নিশ্চিত না বুঝে এমন কথা লিখেননি, যেমন লিখেননি হয়তো জাকির তালুকদারও।

ফুটনোট : বিমানের জানালা দিয়ে হাত বাড়াতেই এক অ্যামেরিকান হল্লাচিল্লা শুরু করলেন ঘড়ি হারানো গিয়েছে বলে। এ কথা শুনে তো এক ‘দেশি’র খুশিতে চিৎকার। লোকজন বললেন, একজনের ঘড়ি লোপাট হয়েছে আর আপনি আনন্দ করছেন। শুনে ‘দেশি’র জবাব, আরে ভাই তাতেই তো বুঝলাম দেশে এসে গিয়েছি। কেই আবার প্রশ্ন তুলবেন না, বিমানের জানালা দিয়ে হাত বের করা নিয়ে। ‘সব সম্ভবের দেশ’ বলে কথা আছে তো, না-কী?

লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট/সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়