শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৩ জুন, ২০১৮, ০৩:৩৩ রাত
আপডেট : ১৩ জুন, ২০১৮, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন লাখও মানুষ ঢাকা ছাড়ছে ট্রেনে করে

আহমেদ ইসমাম: ব্যস্ত রাজধানীর ব্যস্ত মানুষগুলো পরিবার পরিজনের সাথে ঈদ উৎযাপন করতে নিজ নিজ বাড়ির পানে ছুটছে। বৈরি আবহাওয়া আর মহাসড়কে যানজটের কারণে ট্রেনেই ভরসা রাখছে সাধারণ যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে লাখও মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। তবে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার সিতাংশু চক্রবর্তী জানিয়েছেন, ঈদ উপলক্ষে প্রতিদিন কমলাপুর থেকে প্রায় ৭০-৭৫ হাজার মানুষ বিভিন্ন প্রান্তে যাবেন। এটা আসন সংখ্যার উপর ভিত্তি করে বলা হয়েছে। আরও অনেক মানুষ হিসাবের বাইরে ছাদে ও দাঁড়িয়ে যাত্রা করছে।  সকাল ৮টা ৪০ মিনিটে ৭ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই সকলে ট্রেনটিতে উঠার জন্য হুড়াহুড়ি লাগিয়ে দেয়। খুব অল্প সময়ের মধ্যেই সকল আসন পূর্ণ হয়ে মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও উঠতে দেখা গেছে।
আজও কর্মজীবী মানুষের সংখ্যা ছিল কম। বেশীর ভাগ যাত্রী নারী ও শিশু। আফজাল হোসেন পেশায় একজন ডাক্তার। তিনি বলেন, আমি এখনো ছুটি পাইনি। আগামী ১৪ তারিখ পেতে পারি, তখন তো অনেক ভীড় হবে। তাই আমার স্ত্রী আর দুই বাচ্চাকে বাড়ি পাঠয়ে দিচ্ছি। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি অনেক কষ্ট করে টিকেট করেছি। কিন্তু এখানে টিকেট না করেও মানুষ আসনে বসে পরছে। এই ভিরের মাঝে নারী ও শিশুদের জন্য অনেক অসুবিধা। আমাদের  ট্রেনের পরিবেশটা আরেকটু ভাল হলে সকলের জন্য ভাল হত।
গত ৩ জুন যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই আজ বাড়ি ফিরেছেন। গত ১০ জুন থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। সেই হিসেবে আজ ছিল তৃতীয় দিন। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার সিতাংশু চক্রবর্তী জানিয়েছেন, গতকাল মোট ৬৬টি ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। দুপুর ৩টা পর্যন্ত ছেগড়েছে প্রায় ৪০টির মতো ট্রেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়